নীলফামারী প্রতিনিধি: বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল(সিএজি) কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিস।
জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার অফিসার আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোজাম্মেল হক বক্তব্য দেন।
জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার অফিসার আব্দুল খালেক জানান, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১২ থেকে ১৪ মে পর্যন্ত বিশেষ সেবা প্রদান করা হবে কার্যালয়ের আওতাধীন সবঅফিসে।
সেবা প্রাপ্তিতে অত্যন্ত সহজীকরণ করা হয়েছে উল্লেখ করে আব্দুল খালেক বলেন, আপনার কাগজপত্র ঠিক থাকলে একদিনের মধ্যেই সেবা পাওয়া সম্ভব।
সরকারী বিভিন্ন দফতর প্রধান, গণমাধ্যম কর্মী, ব্যবসায়ী নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
নীলফামারীতে সিএজি কার্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
Date: