নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ছাত্রদের উপর পুলিশের নির্বিচারে গুলি বর্ষণ, বেদম প্রহার ও বিভিন্ন প্রতিষ্ঠানে ভাংচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগের অভিযোগে স্থানীয় সাবেক সংসদ সদস্যসহ আ.লীগের ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে বিজ্ঞ আমলী আদালত, নীলফামারী-১ এ মামলা দায়ের করেছে সৌমিক হাসান সোহান (২০)। এতে অজ্ঞাত আরো ২০০-৩০০ জনকে আসামি শ্রেণীভুক্ত করা হয়েছে।
সৌমিক হাসান জেলা সদরের পূর্ব কুখাপাড়া গ্রামের শামীম হোসেনের ছেলে। উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, নীলফামারী-১ আসনের সাবেক সাংসদ আফতাব উদ্দিন সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাসেল আমিন স্বপন, জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনিরুল হাসান শাহ আপেল, সাধারণ সম্পাদক মাসুদ সরকার প্রমুখ।
মামলায় উল্লেখ করা হয়, ১৮ জুলাই থেকে ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নস্যাত করার লক্ষ্যে ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে নির্বিচারে গুলি বর্ষণ, টিয়ারসেল নিক্ষেপ, রাবার বুলেট নিক্ষেপ, সাউন্ড গ্রেনেটসহ বিভিন্ন আগ্নে অস্ত্রের প্রয়োগ ও ছাত্রজনতার উপর বেদম প্রহার করে ছাত্র-জনতার শান্তিপুর্ণ মিছিল ছত্রভঙ্গ করে দেয়। পরে শহরের ডিসির মোড় এলাকায় এলিন এন্টার প্রাইজসহ বিভিন্ন বাসাবাড়ী ও প্রতিষ্ঠানে অবৈধভাবে অনুপ্রবেশ করে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বাদী পক্ষের আইনজীবী এ্যাড. শফিকুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।