নীলফামারী প্রতিনিধ: রংপুর বিভাগের বিভিন্ন স্থানে পণ্যবাহী বিভিন্ন যানবাহন থেকে বেআইনিভাবে বিভিন্ন উপায় বেআইনি রশিদ প্রদান করে চাঁদা উত্তোলন করে আসছিল বিভিন্ন সুযোগ সন্ধানী গোষ্ঠী। তারা বিভিন্ন সময়ে লাঠিসোটা দেখিয়ে পণ্যবাহী যানবাহন থামিয়ে ভয়-ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল। মহাসড়কের মোড়ে মোড়ে এসব চাঁদাবাজদের দৌরাত্ম দিন দিন বেড়েই চলেছিল। বিষয়টি র্যাব-১৩ এর নজরে আসলে
গত ১৮ মে ২০২৪ তারিখ বিকাল আনুমানিক ৫ ঘটিকায় নীলফামারী জেলার জলঢাকা নীলফামারী মহাসড়ক থেকে দুইজন চাঁদাবাজ ১। মোঃ শাহআলম (৪৩), পিতা-মৃত মফিজ উদ্দিন, সাং-দুন্দিবাড়ী, এবং ২। মোঃ গোলাম মোস্তফা (৪২), পিতা-মোঃ মজিবর রহমান, সাং-কদমতললী, উভয় থানা-জলঢাকা, জেলা-নীলফামারী’দ্বয়কে গ্রেফতার করা হয়।