নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরায় ৫-৮ আগস্ট তারিখে ছাত্র মিছিলে হামলা চালানোর কথা উল্লেখ করে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতাদের আসামি বানিয়ে সদর থানায় এজাহার দাখিল করা হয়েছে। ওই মামলার এজাহারে দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক প্রকাশক হাবিবুর রহমানকেও আসামি করা হয়েছে।
এজাহার দাখিলের পর সেই কপি নিয়ে আশাশুনির স্বঘোষিত সমন্বয়ক রিফাত সাতক্ষীরা শহরে ঘুরঘুর করছেন, হাজির হচ্ছেন আসামিদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে। ওই মামলা থেকে সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমানের নাম বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি, বিনিময়ে দাবি করছেন দুই লাখ টাকা চাঁদা।
সমন্বয়ক দাবীদার এ চাঁদাবাজ রিফাতকে ছাত্রদলের নেতা বলে দাবি করেছেন আশাশুনি উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু জাহিদ সোহাগ। তিনি ওই চাঁদাবাজ দুর্বৃত্তকে আটক করে থানা পুলিশে সোপর্দ্দ করার আহবান জানিয়েছেন।
তবে সাতক্ষীরা সদর থানার একজন ইন্সপেক্টর জানান, এজাহার লিখে থানায় জমা দিয়ে আবার তা সংশোধনের কথা বলে এজাহার কপিটা নিয়ে গেছে রিফাত। এখন পর্যন্ত থানায় এসে এজাহারটি জমা দেয়নি।