পবিপ্রবি’তে ব্যবস্থাপনা দিবস উদযাপিত  “এইচ আর ক্লাব” যাত্রাশুরু

Date:

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে ৫ম বারের মত  ম্যানেজমেন্ট ডে উদযাপন ও “আপনার ক্যারিয়ার তৈরি ও আগামীর জন্য দক্ষ নেতৃত্ব “বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১২ নভেম্বর (মঙ্গলবার ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে সকাল ১০ টায় অনুষ্ঠানটি শুরু হয়।
ব্যবসায় প্রশাসন অনুষদের ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক  ড. মোঃ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল লতিফ  এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ  সুজাহাঙ্গির কবির সরকার।

কী রিসোর্স পার্সোন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ডিআইজি, এইচআর এবং অ্যাডমিন গাজী জসীম উদ্দিন ,  রিসোর্স পার্সোন হিসেবে উপস্থিত ছিলেন এসিআই লিমিটেড এর ব্যবসায়িক পরিচালক কৃষিবিদ  বশির আহমেদ, ইউটাহ নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের মহাব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান, নেসলে ও কিটক্যাট এর বাণিজ্যিক উন্নয়ন বিভাগের ব্যবস্থাপক মনিরুজ্জামান বাহার।
উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন অধ্যাপক বদিউজ্জামান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান, ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মমিন উদ্দিন, অনুষ্ঠানটির আহ্বায়ক ছিলেন সহযোগী অধ্যাপক মোঃ তারিকুল ইসলাম ও ব্যবসায় প্রশাসন অনুষদের  শিক্ষক-শিক্ষার্থীরা।

উপস্থিত বক্তারা মানবসম্পদ ও  বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যানেজমেন্ট স্টাডিজের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির  বক্তব্যে পবিপ্রবি’র উপাচার্য দেশ বরেণ্য শিক্ষাবিদ ও ফার্মাকোলজিস্ট অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “আজকে যে টাইটেল টা ঠিক করা হয়েছে তার সক্ষমটা আমি সকালেই পেয়ে গেছি। আমরা চাকরির জন্য অন্যের সাহায্য না চেয়ে, নিজেরাই উদ্যোক্তা হয়ে চাকরি তৈরি করব।  ভালো কাজে নিজেকে ব্যাস্ত  রাখলে কোন অন্যায়ের সঙ্গে যুক্ত হয়েছে পারব না। পবিপ্রবির এই বিভাগ থেকে যারা স্নাতক পাশ করেছে তারা ব্যবসায়িক ও অন্যান্য ক্ষেত্রে বিজনেস লিডার, ব্যবস্থাপক, নির্বাহী, উদ্যোক্তা ও উচ্চ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কাজ করছে। দক্ষিণাঞ্চল তথা সারা দেশে ব্যবস্থাপনা শিক্ষার প্রধান কেন্দ্র হওয়ার স্বপ্ন নিয়ে পবিপ্রবিতে বিভাগটি তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে।

উপাচার্য আরও বলেন, ব্যবস্থাপনা ও লিডারশিপ ওতপ্রোতভাবে জড়িত। যে কোন প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা ও ব্যবস্থাপকের দক্ষতার উপর। তিনি বলেন, দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ দেশে ব্যবস্থাপনা শিক্ষার প্রসার ও গবেষণার উন্নয়নে অত্যন্ত সুনামের সাথে দীর্ঘদিন ধরে অবদান রেখে আসছে। এই ধারা অব্যাহত থাকবে এবং বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এ বিভাগ যথাযথ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আজকের অনুষ্ঠানে পবিপ্রবিতে আনুষ্ঠানিক ভাবে “এইচ আর ক্লাব” যাত্রাশুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

জুড়ীতে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও নাশিদ মাহফিলে মানুষের ঢল

ইসমাইল মাহমুদ:মৌলভীবাজারের জুড়ীতে তানজানিয়া, মিশর, আফ্রিকাসহ বিভিন্ন দেশের ক্বারীদের...

সাতক্ষীরায় দেড় কোটি টাকার ভারতীয় মালামাল আটক

নিজস্ব প্রতিবেদক:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে...

সাংবাদিক কামরুজ্জামান শিমুলকে হত্যার হুমকির প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি: দৈনিক সংবাদ সারাবেলার বাগেরহাট প্রতিনিধি মোঃ কামরুজ্জামান শিমুলকে...

এদেশে কি আর আওয়ামী লীগ, নৌকা বলে কোন কিছু আছে? এরা দেশ ছেড়ে পালিয়েছে: নাসের রহমান

ইসমাইল মাহমুদ:বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক...