গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার জেলার পলাশবাড়ীতে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের সময় ১ জন মাদক কারবারি কে আটক করেছে র্যাব ১৩। আজ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র্যাবের মিডিয়া বিভাগের উপ পরিচালক মাহমুদ বশির আহম্মেদ। তিনি জানান গত বৃহস্পতিবার বিকেল সাড়ে পাচটার দিকে র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পলাশবাড়ী উপজেলার পৌরসভা হতে গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের উপর উপজেলা পরিষদের রাস্তার মাথায় এক মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য অপেক্ষা করছে৷ পরে র্যাবের একটি অভিযানিক দল সেই দিন রাত্রী সাড়ে দশটার দিকে অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবা সহ শরিফুল ইসলাম নামে একজন মাদকব্যবসায়ী কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শরিফুল ইসলাম গাইবান্ধা সদরের কুপতলা ইউনিয়নের আব্দুল আজিজের ছেলে। মাদক ব্যবসায়ী শরিফুল সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবারহ করে আসছিল। আসামি কে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
পলাশবাড়ীতে ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১
Date: