পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়াতে পুকুরের পানিতে ডুবে সিনহা আক্তার রাইসা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার ভদ্রপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশু রাইসা ঐ এলাকার জসিম উদ্দিনের মেয়ে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়,দুপুরে হঠাৎ করে সিনহা আক্তার রাইসা সকলের চোখের আড়ালে চলে গেলে পরিবারের সদস্যরা শিশু সিনহা আক্তার রাইসা কে খুঁজতে থাকে। খুজে না পেয়ে বাড়ির সামনে রাস্তার ওপারে পুকুরের মাঝে ভাসতে দেখে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক রাইসাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, ভাঙ্গুড়া থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। অতঃপর শিশু কন্যার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছেে।