নিজস্ব প্রতিবেদক: ভিসাতো দূরের কথা, দীর্ঘদিন পার হওয়ার পার হলেও ঢাকার ইতালি দূতাবাস ভিসা প্রত্যাশীরে পাসপোর্টই ফেরত েিচ্ছ না। তাই এবার পাসপোর্ট ফেরত পাওয়ার দাবিতে ইতালি দূতাবাসের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন দেশটিকে যেতে ইচ্ছুক বাংলাদেশিরা। সোমবার সকাল েেকই কয়েকশো বাংলাদেশি ভিাসার্প্রাী গুলশানে ইতালি দূতাবাসের সামনে জড়ো হয়। তাদের হাতে ছিলো বিভিন্ন প্ল্যাকার্ড। ভুক্তভোগীদের অভিযোগ, ইতালি েেক স্পন্সর ভিসা নিয়ে ভিএফএক্স গ্লোবালের মাধ্যমে তারা দূতাবাসে পাসপোর্ট জমা দেয়। কিন্তু দেড় েেক দুই বছর পার হলেও পাসপোর্ট কিংবা ভিসা কোনোটাই পাননি তারা। মানববন্ধনে অংশ নেয়া কয়েকজন জানান, তারে অনেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন েেশ বসবাস করতেন। ইতালি যাওয়ার ইচ্ছায় তারা দেশে ফিরে দূতাবাসে ভিসার আবেদন করেন। কিন্তু দীর্ঘ সময়ে তা না হওয়ায় তাদের অনেকেরই মধ্যপ্রাচ্যের ভিসার মেয়াদও শেষের পথে। এতে ভোগান্তিতে পড়েছেন তারা। মানববন্ধনে ভুক্তভোগীরা মধ্যপ্রাচ্যের চাকরি হারানোর শঙ্কার কথাও বলেন। তাই এখন ইতালির ভিসা না ওেয়া হলে পাসপোর্ট ফেরত চান তারা। ভুক্তভোগীরা আশা করছেন, ইতালি রাষ্ট্রূত হস্তক্ষেপ করে দ্রুত তারে পাসপোর্ট ফেরত েিয় হয়রানি থেকে রেহাই দেবেন।
পাসপোর্ট ফেরত চেয়ে ইতালি দূতাবাসের সামনে বিক্ষোভ
Date: