কুমিল্লায় পুলিশ ফাঁড়ি এখন মাদকের আখড়া

Date:

কুমিল্লা প্রতিনিধি :কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় অবস্থিত লাকসাম ক্রসিং হাইওয়ে থানা যার পূর্বে নাম ছিল লালমাই হাইওয়ে থানা। বর্তমান এ থানা থেকে লালমাই বাজারের দূরত্ব বড়জোর ৬শ গজ। এ বাজারের সাথেই ডাক বাংলো। এ ডাক বাংলোয় ৪ বছর আগেও ছিল লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ি। এখনো সেই পুলিশ ফাঁড়ির মসজিদ, থাকার কক্ষ ও অফিসগুলো ঠিকই আছে। এ পুলিশ ফাঁড়িতে বসছে গাঁজার আসর। দিনে কলেজের শিক্ষার্থীরা ডাক বাংলোয় এসে আড্ডা দেয়, আর সেই আড্ডার সুযোগ নিয়ে বখাটে ছেলেরা তাদের ধরে ব্লাকমেইলের মতো ঘটনা ঘটিয়ে ছিনতাই করে। সন্ধ্যা হলে এখানে চলে ইয়াবা সেবন ও কেনাবেচা।

 

হাইওয়ে থানার মতো জায়গায় মাদক কেনাবেচা হলেও পুলিশ কিছুই করে না। এলাকাবাসীর অভিযোগ, থানা-পুলিশ বরং মাদকের কারবারে সহায়তা করে। সেজন্য অভিযোগ দিলেও তারা কিছু করে না।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, যে স্থানের কথা বলছেন, সেটা সম্পর্কে মাত্র জানতে পারলাম। তবে আমরা টিম পাঠিয়ে ডাক বাংলোতে কাউকে মাদকের সাথে সম্পৃক্ততা পেলে আইনের আওতায় নিয়ে আসব।

এলাকাবাসীর অভিযোগ, শুধু এ লালমাই, বড় ধর্মপুরসহ সদর দক্ষিণে এ রকম মাদকের স্পট আছে ২২টি। কিছু প্রভাবশালী ও এলাকার লোকদের সহায়তায় এসব স্পট নিয়ন্ত্রণ করেন। তবে পুলিশের সঙ্গে কারা এ রফাদফার কাজটি করে তা জানা যায়নি।

ডাক বাংলো এলাকার বাসিন্দারা বলেন, সন্ধ্যার পর এ পুলিশ ফাঁড়ির ডাক বাংলোয় ইয়াবা বেচাকেনার বাজার বসে। প্রকাশ্যে মাদক ক্রেতারা আসা-যাওয়া করে। প্রতিদিন রাত ১১-১২টা পর্যন্ত লোকজন এখানে অবস্থান করে মাদক সেবন করে।

ওই এলাকার ইসমাইল সর্দার বলেন, আমিসহ এলাকার যুব সমাজের লোকসহ মাদকের কার্যকলাপ বন্ধের বিষয়ে কথা বলার পর আমার দোকানে চুরির ঘটনা ঘটছে। দোকান থেকে এ মাদক কারবারিরা এ চুরি করছে। আমরা তবুও চুপ থাকবো না। যারা মাদক সেবন করে ও বিক্রি করে তাদেরকে ধরে পুলিশে দেব।

কাউসার নামের আরেকজন বলেন, পুলিশ এখানে প্রতিদিন আসলে মাদক কারবারিরা চলে যাবে।

অহিদ নামের আরেকজন বলেন, এলাকার কিছু মাদক কারবারি আছে তারা এ যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলামের নিকট জানতে চাইলে বলেন, আমরা মাদক বিরুদ্ধে সোচ্চার। থানা-পুলিশে কেউ মাদকের বিষয়ে তথ্য দিলে সাথে-সাথে অভিযান হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স আগেও ছিল, এখনও আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

জুড়ীতে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও নাশিদ মাহফিলে মানুষের ঢল

ইসমাইল মাহমুদ:মৌলভীবাজারের জুড়ীতে তানজানিয়া, মিশর, আফ্রিকাসহ বিভিন্ন দেশের ক্বারীদের...

সাতক্ষীরায় দেড় কোটি টাকার ভারতীয় মালামাল আটক

নিজস্ব প্রতিবেদক:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে...

সাংবাদিক কামরুজ্জামান শিমুলকে হত্যার হুমকির প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি: দৈনিক সংবাদ সারাবেলার বাগেরহাট প্রতিনিধি মোঃ কামরুজ্জামান শিমুলকে...

এদেশে কি আর আওয়ামী লীগ, নৌকা বলে কোন কিছু আছে? এরা দেশ ছেড়ে পালিয়েছে: নাসের রহমান

ইসমাইল মাহমুদ:বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক...