বুধবার (৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ জানায়, দুর্গাপূজা উপলক্ষ্যে সরকার ১০ অক্টোবর সাধারণ ছুটি ঘোষণা করে যে প্রজ্ঞাপন জারী করেছে, সেখানে শিল্প-কলকারখানার কথা বলা নেই।
এর ফলে আগামীকাল ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পূজা চলাকালীন দেশব্যাপী সকল পোশাক কারখানাসমূহ শ্রম আইন প্রতিপালন করে স্ব স্ব ছুটির ক্যালেন্ডার অনুযায়ী চলবে। তবে হিন্দু ধর্মাবলম্বীরা উল্লেখিত ছুটি ভোগ করতে পারবে।
এর আগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার থেকে ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি হতে যাচ্ছে।