প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘মোতালেব-রাবেয়া স্মৃতি পাঠাগার’

Date:

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল যুগে এসে পাঠচর্চা বা লাইব্রেরিতে আসা-যাওয়া অনেকটাই থমকে গিয়েছে। নতুন প্রজন্ম বুঁদ হয়ে আছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে। তবে স্রোতের বিপরীতে গিয়ে সম্প্রতি লাইব্রেরি প্রতিষ্ঠা করে সাড়া জাগিয়েছেন বরিশালের চাখারের আব্দুর রহিম বেপারী। মরহুম বাবা-মায়ের নামে গড়া “মোতালেব-রাবেয়া স্মৃতি পাঠাগার ও কম্পিউটার ল্যাব” এখন আলোর দিশারি হয়ে উঠেছে।

২০২১ সালে সন্ধ্যা নদীর তীরে “মোতালেব-রাবেয়া স্মৃতি পাঠাগার ও কম্পিউটার ল্যাব””পড়বো বই, গড়বো দেশ-মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ” স্লোগানকে ধারণ করে নিজ জমিতে প্রতিষ্ঠা করেন চালিতাবাড়ী গ্রামের বাসিন্দা জনাব আব্দুর রহিম বেপারী। শুরুতে প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান পৃষ্ঠপোষকতা করেন তরুণ সাংবাদিক নিয়াজ মাহমুদ সোহেল।

চালিতাবাড়ি-পূর্ব জিড়ারকাঠি (সিপিজে) সোসাইটির অনুরোধক্রমে তারা পাঠাগারটিকে সার্বিক তত্ত্বাবধায়ন ও পরিচালনার জন্য সোসাইটির নিকট হস্তান্তর করেন। পাঠাগারের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন চাখার ফজলুল হক ইনস্টিটিউশনের সহকারি প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ ও সাধারণ সম্পাদক  মোস্তাফিজুর রহমান রিপন মোল্লা।

২০২১ সালে পাঠাগারটির পথ চলা শুরু হলেও করোনা মহামারির কারনে এর পরের বছর ২০২২ সালের মহান স্বাধীনতা দিবসে শুভ উদ্বোধন (ভার্চুয়ালি) করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর অধ্যাপক ড. আতিউর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তৎকালীন বরিশাল-২ এর সংসদ সদস্য মো: শাহে আলম। দিনব্যাপী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস খান, বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন ও চাখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাখারের কৃতি সন্তান ও দৈনিক যুগান্তরের প্রধান বার্তা সম্পাদক আব্দুর রহমান (আলম তালুকদার)।

এদিন স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে র‌্যালির মাধ্যমে শুরু হওয়া চালিতাবাড়ি-পূর্ব জিরাকাঠি (সিপিজে) সোসাইটি আয়োজিত ‘ফ্রি’ মেডিকেল ক্যাম্প ও অত্র এলাকার পবিত্র কোরআনের সম্মানিত হাফেজ, বীর মুক্তিযোদ্ধা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সন্ধ্যা নদীতে বিলীন মিরেরহাটকে পুনরুজ্জীবিত করার সঙ্গে গ্রোথ সেন্টার নির্মাণ ও এলাকার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় যুগান্তরের প্রধান বার্তা সম্পাদক আবদুর রহমান আলম তালুকদারকে দেয়া হয় সম্মাননা স্মারক। এছাড়াও বানারীপাড়া প্রেস ক্লাবকে বিশেষ সম্মননা দেয় সিপিজে সোসাইটি।

দিনব্যাপি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও ইংরেজি দৈনিক বিজনেস পোস্টের সিনিয়র রিপোর্টার নিয়াজ মাহমুদ সোহেল এবং সদস্য সচিব ডা. মো. সাগর মোল্লা। অনুষ্ঠানটি শেষ হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে।

বর্তমানে পাঠাগারে কম্পিউটারসহ সকল বয়সী পাঠকের জন্য রয়েছে প্রায় সাত শতাধিক গ্রন্থ। মহিলাদের জন্য বয়স্ক কোরনআন শিক্ষা কার্যক্রম। রোগীদের জন্য রয়েছে ফ্রি অক্সিজেন সেবাসহ একাধিক ফ্রি স্বাস্থ্যসেবা। গ্রামের বেকারত্ব দূরীকরণে চলমান রয়েছে ফ্রি কম্পিউটার শিক্ষা কার্যক্রম।

এদিকে বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার শেরে বাংলা একে ফজলুল হকের স্মৃতি বিজড়িত চাখার ইউনিয়নের প্রত্যন্ত এলাকা চালিতবাড়ী গ্রামে প্রতিষ্ঠিত পাঠাগারটির উদ্বোধনের কয়েক মাস পরেই চালু হয় “শেরে বাংলা কর্নার”। ২০২২ সালের ১২ জুলাই এ কর্নারের শুভ উদ্বোধন করেন শেরে বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং শেরে বাংলা একে ফজলুল হকের দৈহিত্র এ কে ফাইয়াজুল হক রাজু।

এ সময় ফাইয়াজুল হক রাজু বলেন, আমরা এখন ডিজিটালাইজেশনের যুগে বাস করি। বই পড়ার চর্চা এখন অনেক কমে গেছে। এমন সময়ে সবার জন্য উম্মুক্ত মোতালেব-রাবেয়া স্মৃতি পাঠাগার প্রতিষ্ঠা অবশ্যই একটি মহৎ উদ্যোগ।

তিনি আরও বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) জ্ঞান আহরণের জন্য প্রয়োজনে চীন দেশে সফর করতে বলেছেন। চীন তো বহু দূরের কথা, আমরা যদি ঘরের আঙ্গিনায় বসেই জ্ঞান অন্বেষণের সুযোগ পেয়ে যাই তা নিঃসন্দেহ সমাজের জন্য ভালো কিছু বয়ে আনবে। গ্রাম পর্যায়েও যদি পাঠাগারের প্রতি ছেলে-মেয়েদের আকৃষ্ট করে তোলা যায়, তা ভবিষতে সু শিক্ষিত সমাজ গঠনে সহায়ক হবে।

সবশেষ সম্মানিত পাঠকদের প্রস্তাবে জুলাই বিপ্লব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের স্মরণে পাঠাগারে একটি কর্নার করেন এর পরিচালনা পর্ষদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

কুমিল্লা সদর দক্ষিণে ধর্মীয় র‍্যালি ও সম্প্রীতি সভা অনুষ্ষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি :ঐক্যবদ্ধ বাংলাদেশ ছড়াবে না বিদ্বেষ’- এই স্লোগানকে...

আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক :ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদ...

এক-এগারোর মতো টার্গেটে ব্যবসায়ীরা!

ডেস্ক রিপোর্ট: আবারও ব্যবসা আক্রান্ত। চারদিকে উদ্বেগ-উৎকণ্ঠা-অনিশ্চয়তা। আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম...