নিজস্ব সংবাদদাতা//নারানগঞ্জের ফতুল্লায় ছাত্রদলের নাম ব্যাবহার করে চাঁদাবাজির অভিযোগে সাজ্জাদ আলম নিলয় নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ।
গতকাল রাতে ফতুল্লা থানাধীন মামুদপুর এলাকা থেকে ফারুক হুশিয়ারি সংলগ্ন আসামির নিজ বাসা থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে । তার চাঁদাবাজির দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়ে।
সে ওই এলাকায় ফারুক হুশিয়ারিতে চাদা চাওয়ায় মালিকপক্ষ আদালতে মামলা করে। সেই মামলায় গ্রেফতারী পারোয়ানা জারি হলে তাকে ফতুল্লা থানা পুলিশ গ্রেফতার করে।
এ বিষয়ে মামলার বাদী ওসমান গনি জানান, নিলয় নিজেকে ছাত্রদলের পরিচয় দিয়ে আমাদের কারখায় এসে চাঁদা দাবী করে এবং চাঁদা না দিলে হুমকি দেয়। পরবর্তীতে আমরা আদালতে মামলা দায়ের করি। এবং পুলিশ তাকে গ্রেফতার করে।
ধৃত আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে বলে জানিয়ে ওসি শরীফুল ইসলাম।
ফতুল্লায় ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগে নিলয় গ্রেফতার
Date: