ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৮ নম্বর দক্ষিণভাগ ইউনিয়নের পাথারিয়া পাহাড়ে শেষপ্রান্তে ভারতীয় সীমান্ত এলাকা থেকে এক চা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম গোপাল বাক্তি (৩৫)। তিনি উপজেলার সমনভাগ চা-বাগানের বাসিন্দা অখিল বাক্তির ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার (২১ ডিসেম্বর) সকালে গোপাল বাক্তি বাঁশ কাটতে ভারতীয় সীমান্তের গভীর পাহাড়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাননি। রবিবার সকালের দিকে কিছু চা শ্রমিক বাংলাদেশ-ভারত সীমান্তের ১৩৯১ ও ১৩৯২ নম্বর মূল সীমান্তপিলারের জিরো পয়েন্টে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তার স্বজনদের জানানো হলে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে দুপুরের দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫২ ব্যাটালিয়নের সীমান্ত ফাড়ি ও বড়লেখা থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫২ ব্যাটালিয়ন সদর দপ্তরের অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান গণমাধ্যমকর্মীদের বলেন, ‘নিহত গোপাল বাক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কিসের আঘাত না নির্ণয় করা যায়নি। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরির পর গভীর জঙ্গল থেকে মরদেহ বড়লেখা থানায় নিয়ে গেছে। ময়না তদন্তের পর মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আমাদের টহলদল সীমান্তের কোন গুলাগুলির শব্দ পায়নি। তাই ঘটনা কিভাবে ঘটলো তা বোঝা যাচ্ছে না।’