নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রমনা থানাধীন বাংলামোটর এলাকায় একটি চলন্ত প্রাইভেটকারের ওপর গাছ ভেঙে পড়েছে। এতে দুমড়ে মুচড়ে গেছে প্রাইভেটকারটি। তবে কেউ হতাহত হয়নি।
মঙ্গলবার রাত ১০টার দিকে হোটেল সোনারগাঁওয়ের পেছনে বিএম গলিতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপপরিদর্শক আব্দুল কাদির। তিনি বলেন, একটি চলন্ত প্রাইভেটকারের ওপর হঠাৎ করেই সড়কের পাশে থাকা গাছ ভেঙে পড়ে। বাতাসের কারণে গাছটি ভেঙে পড়েছে। সে সময় গাড়িটিতে শুধু চালক ছিলেন।
তার শরীরে কোনও আঘাত লাগেনি। ঘটনাটি ঘটেছে সোনারগাঁও সিগনাল থেকে বাংলামোটর বাসস্ট্যান্ডের মাঝামাঝি জায়গায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সাদা রঙয়ের প্রাইভেটকারের ওপর হুট করেই গাছটি ভেঙে পড়ে। এতে বিকট শব্দ হওয়ায় আশেপাশে থাকা মানুষ ভয় পেয়ে যায়। চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রাইভেটকারটির উপরের অংশে ভেঙে চুরমার হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশনের একটি টিম প্রাইভেটকারের ওপর থেকে গাছটি সরিয়ে নেওয়ার কাজ করছে।