বানারীপাড়া প্রতিনিধি: বানারীপাড়া প্রেসক্লাবের সহ সভাপতি ও পৌর যুবদলের সদস্য সচিব জাহিন খালাসী র বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করার প্রতিবাদে মানববন্ধন ও স্বারক লিপি পেশ করা হয়। জানা যায় ২২ সেপ্টেম্বর রবিবার সকাল ১০টার সময় উপজেলা চত্বরে বানারীপাড়া প্রেস ক্লাব ও সাধারন মানুষের উদ্যোগে মানববন্ধন করা হয় ও শেষে উপজেলা শিক্ষা অফিসারের বরাবর স্বারক লিপি পেশ করা হয়।
ভুক্তভোগী জাহিন খালাসী স্বারক লিপিতে উল্লেখ করেন,সবিনয় নিবেদন এই যে আমি মোহাম্মদ জাহিন খালাসী পিতা মৃত আবুল হাসেম খালাসী। আমি বানারীপাড়া প্রেসক্লাবের সহ সভাপতি। ২ সেপ্টেম্বর সদর ইউনিয়নের শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শাহিন কে মারধর করার ঘটনার খবর পেয়ে আমার পেশাগত দায়িত্ব পালন করতে রাজ্জাকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পার্শেগেলে সেখানে আজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পারভিন বেগম ও শ্রাবণীকে লাঠি হাতে দাঁড়িয়ে থাকতে দেখি।
এ সময় পারভীনের কাছে ঘটনার সত্যতা জানতে চাইলে সে কোনো সুনির্দিশ্ট তথ্য না দিয়েনআমার উপর ক্ষিপ্ত হয়, এ সময় আমি এ সময় আমি পারভিনকে সত্য কথা বলার অনুরোধ করলে আমাকে বিভিন্ন ধরনের হুমকি সহ আমার হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নেয় এবং আরো বলতে থাকে যে বিএনপির লোকজন আমার কাছে চাঁদা দাবি করেছে। ইমন তথ্য শুনে ঘটনাস্থলে থেকে চলে আসার পরে উশৃংখল এই পারভিন আমার বিরুদ্ধে অপবাদ দিয়ে আমি সহ কয়েকজনের নাম উল্লেখ করে থানায় একটি সাধারণ ডায়েরি করে। ইতিপূর্বে এই নারীর বিরুদ্ধে ২০১৫ সালে এশারাপারা মিক বিদ্যালয় এর অপকর্ম ধরা পড়ায় শিক্ষা অফিসে ম্যানেজিং কমিটি সভাপতি তার বিরুদ্ধে অভিযোগ দেয়।
শিক্ষা অফিসার বিষয়টি তদন্ত করে অপরাধের সত্যতা পাওয়ায় তাঁর শাস্থযোগ্য বদলি হয়। তার বিরুদ্ধে একাধিক বিবাহের অভিযোগ রয়েছে যেমন-২১/১১/২০০৬সালের হুমায়ুন কবিরকে বিবাহকরে ২২/১০/২১৫ সালে মোজাম্মেল হোসেনকে বিবাহ করে। পূর্বের দুই স্বামীকে তালাক না দিয়ে তৃতীয় স্বামীর সাথে ঘর সংসার করে। এই বিষয়ে কেউ প্রতিবাদ করতে গেলে সে তাদেরকে হামলা মামলার হুমকি দেয়। তাকে নিয়ে আজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন সময় ঝামেলা হলে শিক্ষা অফিসারের কাছে তার বিরুদ্ধে অভিযোগ দেয়া হয় এবং 9 জন শিক্ষিকা তার বিপক্ষে লিখিত অভিযোগ তুলে ধরে। এত অভিযোগ থাকা সত্ত্বেও সেও আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে কৌশলে পার পেয়ে যায়।
বর্তমানে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে এমনকি যৌন কেলেঙ্কারি সহ তার বিরুদ্ধে আপত্তিকার অভিযোগ রয়েছে। এই পারভীনের শাস্তির দাবিতে এলাকাবাসী বিভিন্ন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেও কোন প্রকার প্রতিকার পাওয়া যায়নি। বিভিন্ন অপরাধে অভিযুক্ত এমন নারীর একজন সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ তোলার তীব্র প্রতিবাদ এবং তার শাস্তি দাবিতে মানববন্ধন করা হয়। বলে তাঁর স্বারক লিপি পেশ করেন।