স্টাফ রিপোর্টার: ৩১ শে মে ২০২৪ রাজধানীর উত্তর বাড্ডা ফুজি টাওয়ারের মধুর মিলন কনভেনশন হলে অনুষ্ঠিত হলো বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৪ ধূমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটি এই উদ্যোগ গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ সাইফুল ইসলাম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ধূমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব মোঃ ফারুক আলম। ভাইস চেয়ারম্যান ধূমপানমুক্ত বাংলাদেশ চাই সোসাইটি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জনাব মোঃ শামসুল আলম সুমন চেয়ারম্যান সিই ও সারিনা আলম কনস্ট্রাকশন কোম্পানি ও এস কে সোশ্যাল ফাউন্ডেশন চেয়ারম্যান। উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ বার্তা সম্পাদক জনাব বিল্লাল হোসেন সাগর,বিশিষ্ট সমাজসেবক জনাব তোফাজ্জল হোসেন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম চেয়ারম্যান গ্রিনল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব শেখ সেলিম কাউন্সিলর ৩৮ নম্বর ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশন । জনাব আলহাজ্ব মোহাম্মদ সবেদার হাসান কাউন্সিলর ২২ নম্বর ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন বক্তব্য রাখেন প্রধান অতিথি বিশেষ অতিথি ও ধূমপানমুক্ত বাংলাদেশ চাই ক্যান্সারমুক্ত সমাজ চাই স্লোগানে মুখরিত হয়ে ওঠে আজকের এই সভা। ধূমপান ও মাদক মুক্ত করতে সমাজের সর্বস্তরের জনগণকে স্বতস্ফূর্তভাবে কাজ করতে হবে যাতে লক্ষ্যভ্রষ্ট না হয় আগামী দিনের তরুণও যুব সমাজ। ধূমপানের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে সমাজকে। পাশাপাশি সরকারকেও এগিয়ে আসার আহ্বান জানান এবং ধূমপানের বিরুদ্ধে আইন প্রয়োগ করার কথা জানান। ” ধূমপান না করি মাদক মুক্ত জীবন গড়ি” এই অঙ্গীকার ব্যক্ত করে প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।