প্রেস বিজ্ঞপ্তি: বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন অংশীজনের সমন্বয়ে একটি সুস্থ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে “উষ্ণায়ন, খরা ও মরুকরণরোধে ভূমি ও জলাশয় রক্ষার এখনি সময়” বিষয়ক একটি জনসচেতনতামূলক সেমিনার অদ্য ০৬ জুন ২০২৪ তারিখে সকাল ১১ টায় পরিবেশ অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজন করা হয়। বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ এর প্রতিপাদ্য বিষয় কে মাথায় রেখে পরিবেশ অধিদপ্তরে বেশ কয়েকটি সেমিনারের আয়োজন করা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সেমিনার আগামী ০৬-১০ জুন, ২০২৪ বিভিন্ন ইভেন্ট এর মাধ্যমে সম্পন্ন হবে।
আজকের সেমিনারটি বাপা, বেলা, এএলআরডি, নাগরিক উদ্যোগ, বারসিক, উন্নয়ন সমন্বয়, ক্যাপস, ডব্লিউবিবি ট্রাস্ট, সিডিপি, ইকিউএমএস, গ্রীণ ভয়েস, আরডিআরসি, মানবিক উন্নয়ন কেন্দ্র, সিডব্লিউএফ, কাপ, আইডব্লিউবি, সাওয়াব এবং ডিইউএস সহ মোট ১৮টি সংগঠনের সম্মিলিত উদ্যোগে আয়োজিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে জলবায়ু সংসদ বাংলাদেশ এর চেয়ারপারসন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও বিদ্যুৎ, জ্বালানী, খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জনাব তানভীর শাকিল জয়, এমপি; বিশেষ অতিথি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জলবায়ু সংসদ বাংলাদেশ এর সদস্য জনাব আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, এমপি উপস্থিত ছিলেন। সেমিনারে আলোচকবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি ইকবাল হাবিব, সহ-সভাপতি, বাপা এবং অধ্যাপক ড. এম.শহীদুল ইসলাম, চেয়ারম্যান, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সেমিনারে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ড. আবদুল হামিদ।
সেমিনারের শুরুতে বক্তব্য প্রদান করেন বাপা এর যুগ্ম সম্পাদক আমিনুর রশিদ। তাপদাহ, খরা ও মরুকরণ: প্রকৃতির সঙ্গে টিকে থাকার লড়াই বিষয়ক প্রবন্ধ উপস্থাপনা করেন অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, ডিন, বিজ্ঞান অনুষদ, স্টামফোর্ড ইউনিভারসিটি বাংলাদেশ। এছাড়া ভবিষ্যত প্রজন্মের জন্য পরিবেশ নিরাপত্তা: ভূমি জলাশয় সুরক্ষার অপরিহার্যতা বিষয়ক প্রবন্ধ উপস্থাপনা করেন এএলআরডি এর পক্ষে সানজিদা খান রিপা, প্রোগ্রাম ম্যানেজার এবং বেলা এর পক্ষে রেহমুনা নুরাইন, রিসার্চ কো-অর্ডিনেটর।
সেমিনারের দ্বিতীয় পর্যায়ে আলোকবৃন্দের আলোচনা পর্ব শুরু হয়। “উষ্ণায়ন, খরা ও মরুকরণরোধে ভূমি ও জলাশয় রক্ষার এখনি সময়” বিষয়ক আজকের সেমিনারে আলোচকবৃন্দ জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে এর প্রভাব, পরিবেশ দূষণের বিভিন্ন দিক এবং পরিবেশ দূষণ রোধে আমাদের করণীয় বিষয় সমূহ তুলে ধরা হয়। পরবর্তীতে আয়োজক সংগঠনের প্রতিনিধিবৃন্দ “উষ্ণায়ন, খরা ও মরুকরণরোধে ভূমি ও জলাশয় রক্ষার এখনি সময়” বিষয়ে তাদের ভিন্ন ভিন্ন মতামত ব্যক্ত প্রদান করেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জলবায়ু সংসদ বাংলাদেশ এর সদস্য জনাব আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, এমপি জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে বাংলাদেশে এর বিরুপ প্রভাব এবং এর থেকে পরিত্রানের বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধান অতিধি হিসেবে জলবায়ু সংসদ বাংলাদেশ এর চেয়ারপারসন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও বিদ্যুৎ, জ্বালানী, খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জনাব তানভীর শাকিল জয়, এমপি বৃক্ষ রোপনের মাধ্যমে বৈশ্বিক উষ্ণতা কমানোর মাধ্যমে সার্বিক পরিবেশ দূষণ রোধে কার্যক্রম পরিচালনার ব্যাপারে সকলকে উদ্বুদ্ধ করেন। জলাশয় সুরক্ষা নিশ্চিত করণে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
সেমিনারের সভাপতি পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ এর প্রতিপাদ্য “করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” বিষয়টি অনুধাবন করে পরিবেশ দূষণ রোধে আমাদের সকলকে একত্রিত হয়ে কাজ করার এবং সবুজায়ন কে ত্বরান্বিত করার লক্ষ্যে এগিয়ে আসার আহবান জানান। সর্বশেষ তিনি সকলকে এবং আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।