নিউজ লিংক:- গত মৌসুমে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়নস লিগ জয়ে বড় অবদান ছিল ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের। ধারণা করা হচ্ছিল, অনবদ্য এক মৌসুম কাটানোয় ফ্রান্স ফুটবলের দেওয়া বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর উঠতে যাচ্ছে তার হাতেই। তবে পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টা আগেই এলো বিস্ফোরক তথ্য।
আজ সোমবার (২৮ অক্টোবর) প্যারিসে ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টা আগে রীতিমতো বোমাই ফাটিয়েছেন প্রখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো। তিনি জানিয়েছেন, পুরস্কার নিতে প্যারিসে আসছে না ভিনিসিয়ুস। অর্থাৎ, মর্যাদাপূর্ণ ব্যালন ডি’অর জিতছেন না ভিনি।
ভিনিসিয়ুস ছাড়াও রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা জুড বেলিংহাম ছিলেন ব্যালন ডি’অর জয়ের দৌড়ে। তবে তার ব্যাপারেও হতাশার কথা শুনিয়েছেন রোমানো। এই সাংবাদিক জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের কেউই ব্যালন ডি’অর পুরস্কার অনুষ্ঠানে অংশ নিতে প্যারিসে আসছেন না।
সেই হিসেবে অনেকটাই পরিষ্কার হয়ে গেল কার হাতে উঠতে যাচ্ছে এবারের ব্যালন ডি’অর। স্পেনের হয়ে ইউরো জেতা ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রিই পেতে যাচ্ছেন মর্যাদাপূর্ণ এই পুরস্কার।