নিজস্ব প্রতিবেদক : ১৯ জানুয়ারি ২০২৫ রবিবার ভোর ০৪.৪৫ মিনিটে ব্রাক্ষণবাড়িয়ার কসবা পৌরসভা শাহাপুর এলাকায় অভিযান চালিয়ে ১২০ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী”কে আটক করে কসবা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের।
তিনি জানান ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার এর নির্দেশক্রমে মাদক বিরোধী অভিযান পরিচালনা করার জন্য একটি চৌকস টিম গঠন করা হয়। উক্ত আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় লোক মাদক ক্রয় বিক্রয় করতে উদ্বুদ্ধ হয়। উক্ত সংবাদ পাওয়ার সাথে সাথেই এসআই মোহাম্মদ কামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ কসবা থানার অন্তর্ভুক্ত কসবা পৌরসভাস্থ শাহাপুর বড় কবরস্থানের পূর্ব পাশে শাহপুর পূর্ব পাড়া জামে মসজিদের উত্তর পাশে পাকা রাস্তার উপর হতে ১২০ কেজি গাঁজাসহ ০৩ জনকে আটক করে। এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে ২ জন পালিয়ে যায়।
আটককৃতরা হলো ১। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর কোনাপাড়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মো: রাজ মিয়া(২৭), ২। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা পৌরসভার কালিকাপুর গুচ্ছগ্রাম এলাকার আলমগীর হোসেনের ছেলে সোহরাব মিয়া(২২), ৩। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খাড়পাড়া এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে মো: শফিকুল ইসলাম(২৯)। (পলাতক আসামী হলো) ৪।ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার জাজিসার এলাকার মৃত কামাল মিয়ার ছেলে মোঃ একরাম হোসেন জনি প্রকাশ বাবু (৩১) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার জাজিসার এলাকার মৃত কামাল মিয়ার ছেলে বাচ্চু মিয়ার ছেলে হানিফ মিয়া(৩০)
কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের জানান তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে, এ ধরনের অভিযান নৈমিত্তিক চলমান থাকবে।