ইসমাইল মাহমুদ :মাদক সেবনকালে আরটিভি’র মৌলভীবাজার প্রতিনিধি চৌধুরী ভাস্কর হোমকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। রবিবার দিবাগত রাত ১১টার দিকে মাদক সেবনকালে তার বসত ঘরের গোপন কক্ষ থেকে কথিত এ সাংবাদিককে আটক করে পুলিশ। সূত্র জানায়, একটি মামলার এজহারনামী আসামী ভাস্কর হোম। সেই মামলায় তার বাসায় পুলিশ অভিযান চালাতে গেলে গোপন কক্ষে মাদক সেবন অবস্থায় পাওয়া যায় তাকে।
এদিকে চৌধুরী ভাস্কর হোমসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ৫৭ জনের নামে বিস্ফোরক আইনে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মানবজমিন পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি এম. ইদ্রিস আলী। বিগত ২০২০ সালের প্রেসক্লাবের দু’টি ঘটনা উল্লেখ করে মামলা করেন সিনিয়র এ সাংবাদিক।
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালে শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর, সিন্দুরখান, মির্জাপুর ও কালাপুর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন স্থান হতে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে কোটি কোটি টাকা আত্মসাৎ ও পরিবেশের ভারসাম্য নষ্ট করে শ্রীমঙ্গল শহরের ব্যাটারী চালিত টম টম হতে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায়সহ জমিজমা দখল, সরকারি বরাদ্দ লুটপাট ও বিভিন্ন অপকর্মের বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রতিবাদ করলে সাংবাদিক এম. ইদ্রিস আলীর উপর ক্ষিপ্ত হয়ে উঠেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও অপরাধ চক্রের সাথে সম্পৃক্ত কিছু গণমাধ্যমকর্মী।
অন্যদিকে সাংবাদিক এম ইদ্রিছ আলী সমন্বয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যুক্তরাজ্য বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক ও আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট্রের কো-অর্ডিনেটার সরফরাজ আহমদ সরফুর আর্থিক সহযোগীতায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের হলরুমে স্থানীয় সাংবাদিকসহ সম্মুখ সারির সকল ধর্মীয় সংগঠনের মধ্যে পিপিই বিতরণের করায় আরও ক্ষিপ্ত হয়ে উঠেন আওয়ামী লীগ পন্থীরা। এরপর থেকে ষড়যন্ত্র করে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ ফেস্টুন ও ব্যানারে ছবি দিয়ে হানীকর স্লোগান লিখে শ্রীমঙ্গল শহরে পোষ্টারিং করে সাংবাদিক ইদ্রিস আলীর প্রেসক্লাবের সদস্যপদ বাতিল করে। তাদের হয়রানীর কারণে দেশ ছাড়তে বাধ্য করা হয় সিনিয়র সাংবাদিক এম ইদ্রিস আলীকে।
সিনিয়র সাংবাদিক এম ইদ্রিস আলী বলেন, ‘২০২০সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পিপিই বিতরণ করি প্রেসক্লাবে। এছাড়াও উপজেলার নানা জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সীমাহীন অনিয়ম ও দুর্নীতি ও চাঁদাবাজীর বিরুদ্ধে নিউজ করায় আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে সীমাহীন হয়রানী করা হয়। পরে আমি দেশ ছাড়তে বাধ্য হই। বহু দিন আমি দেশে আসতে পারিনি। আ’লীগের পতনের পর দেশে এসে আমার বিরুদ্ধে করা ষড়যন্ত্রের ঘটনায় মামলা করেছি।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “‘আরটিভির কথিত সাংবাদিক ভাষ্কর হোমকে আটক করা হয়েছে। তিনি একটি মামলার এজহার নামীয় আসামি।’