নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে মুঠোফোনে কথা বলা অবস্থায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে আরমান হোসেন (৩৭) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ মে) বেলা ১১ টার দিকে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের দক্ষিনে গোলাহাট ওয়াপদা মোড় (রংপুর-দিনাজপুর মহাসড়ক) রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরমান হোসেন পেশায় পল্লী চিকিৎসক। সে শহরের সাহেবপাড়া মহল্লার এলাকার সেলিম হোসেনের পুত্র। ওই এলাকায় মদিনা মেডিকেল স্টোর নামে তার একটি ফার্মেসী রয়েছে।
সৈয়দপুর রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার উল্লেখিত সময়ে আরমান রংপুর-দিনাজপুর মহাসড়কের গোলাহাট ওয়াপদা মোড় থেকে মুঠোফোনে কথা বলতে বলতে রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এ কে এম নুরুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।১০/০৫/২০২৪
মুঠোফোন কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু
Date: