মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদের উদ্যোগে সুফি কনফারেন্স

Date:

মোঃ সফিউল আজম রুবেল:মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদের উদ্যোগে ঢাকা বি,এম,এ হলে ৩০ নভেম্বর ২০২৪ সুফি কনফারেন্স, তা’লীমুল কুরআন ও হামদ-নাত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান খাদেম এ. আর. এম. কামরুল ইসলামের সভাপতিত্বে এবং মুখপাত্র মাও. মুহিউদ্দীন খান ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. শাহ কাউসার মোস্তফা আবুল উলাইয়া, মাও. মীর মুহাম্মদ মঈনুদ্দীন নূরী আল-কুরাইশি, মুফতি আল-আমিন নূরী আল-কাদেরি, মাও. মুরতাজা ইবনে মোস্তফা সালেহী, মুফতি সালেহ সুফিয়ান ফরহাদাবাদি, সুফি মাও, সোহরাব হোসাঈন আতিক শাহ, মাও. এটিএম ফজলে বাব্বি মো. ফরহাদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. আব্দুর সবুর খান, অধ্যাপক ড. মো. আহসানুল হাদি, অধ্যাপক ড. মুহাম্মদ ওসমান মেহেদী, ড. মুহাম্মদ মাসুম চৌধুরী, অধ্যক্ষ ড. খলিলুর রহমান, মাও. হাফেজ ক্বারী মাসুদ রেজভী, ইঞ্জি. মাকসুদ মুহাম্মাদ নাসির, খাজা ওসমান ফারুকী, ইউসুফ আলী চৌধুরী পিপিএম, বশিরুজ্জামান খান, মাও. আহমদ রেজা ফারুকী, এড. জাহাঙ্গীর আলম চৌধুরী, এড. শাহেদ রেজবী,

মাও. মুহাম্মদ রিয়াজ উদ্দিন, অধ্যাপক নূরে আলম সাঈদ, গবেষক পুলিন বকসী, অধ্যাপক এস এ এম নুর হোসেন, সম্পাদক মোস্তফা হোসাইন চৌধুরী, এস.এম জুবাইদুল হোসেন সাদ্দাম, মোফাজ্জল হোসেন শান্তু, আনোয়ার হোসেন, অলি আহম্মাদ, গবেষক আবু সালেহ, শাইখ লুৎফর রহমান, রুস্তম আলী, রাকিব হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দেশ বরেণ্য আলেম, ওলামা, পীর-মাশায়েখ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবি, সাংবাদিক, লেখক, গবেষকসহ অসংখ্য দরবারের ভক্ত-মুরিদান।

বক্তারা বলেন, বর্তমান সময়ে নৈতিক চরিত্র গঠন এবং আত্মশুদ্ধির জ্ঞান চচার শিক্ষা প্রতিষ্ঠান গুলো দিনদিন আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। যার কারণে মানুষের নৈতিক অবক্ষয় এবং পদস্খল হচ্ছে। এজন্য আমাদের তাসাউফ চচার দিকে মনোনিবেশ করতে হবে এবং শান্তিময় সমাজ বিনিমার্ণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাম্প্রতিককালে একটি কুচক্রীমহল দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন মাজার, দরগা, খানকা, মন্দিরে যে ন্যাক্কারজনক হামলা, লুটপাট এবং ভাঙচুরসহ যে সন্ত্রাসী হামলা চালিয়ে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বক্তারা এবং সরকারকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিয়ে দুবৃর্ত্তদের শাস্তির আওতায় আনার জন্য উদাত্ত আহবান জানিয়েছে। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন।

মিলাদ-ক্বিয়াদ এবং দোয়া ও মুনাজাতের মাধ্যমে এবং সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী অভিযানে তথ্য সংগ্রহ করতে গিয়ে আসামী হয়ে হাজতে আছেন সাংবাদিক আনোয়ার হোসেন আরিফ

আব্দাহিয়ুর রহমান আপেল: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদক বিরোধী অভিযানের তথ্য...

শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় মতবিনিময়

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যুগোপযোগি আলেমে দ্বীন...

সদর দক্ষিণে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি : আজ ১২ জানুয়ারি ২০২৫ তারিখ বিকেলে...

কুমিল্লায় ডিএনসি কর্তৃক ০৩ কেজি গাঁজাসহ আটক ৪  

কুমিল্লা প্রতিনিধি : ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান...