মৌলভী বাজারের অঅলোচিত ফখরুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Date:

মৌলভীবাজার প্রতিবেদক: মৌলভীবাজার সদর উপজেলার ৪ নম্বর আপার কাগাবলা ইউনিয়নের আগিউন গ্রামের আলোচিত ফখরুর ইসলাম (৩৫) হত্যা মামলার প্রধান আসামি রায়হান মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে অবস্থান নিশ্চিত হয়ে রায়হানকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার খনকিনি পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মশিহুর রহমান সোহেল।
জানা যায়, মৌলভীবাজার জেলার সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের আগিউন গ্রামে দুই পরিবারের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মনোমলিন্য চলছিল। গত বছরের ১৩ অক্টোবর বিকেল পৌনে ৪ ঘটিকার সময় স্থানীয় খারদ্বারা খালে ছিটকি জাল পাতানোকে কেন্দ্র করে নিহত ফখরুর ইলামের বড় ভাই মো. টিটু মিয়ার সাথে একই গ্রামের গোলাপ মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। এর জের ধরে বিকেল আনুমানিক ৪ ঘটিকার সময় রায়হানের বাড়ির সামনে দিয়ে যাবার সময় রায়হান মিয়া ও তার পিতা গোলাপ মিয়ার নেতৃতে কতিপয় লোক টিটু মিয়ার উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এ সময় টিটু মিয়ার চিৎকার শুনে তার ছোট ভাই ফখরুর ইসলাম দৌড়ে এগিয়ে আসলে আসামিরা তাকেও আক্রমণ করে। হামলায় গুরুতর আহত হয়ে ফখরুর ইসলামও টিটু মিয়া মাটিতে লুটিয়ে পরলে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ফখরুর ইসলামকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে নিহতের ভাই টিটু মিয়া বাদী হয়ে রায়হান মিয়া (২০), মতিউর রহমান (২০), গোলাপ মিয়া (৬০), আলফু মিয়া (৬৩), মখলু মিয়া (৩৩), আকবর মিয়া (৫৫), সুমনা বেগম (২৩), আলা মিয়ার (৬৫) নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ র‌্যাব-৯ এর একটি দল সোমবার (৩ ফেব্রæয়ারি) দিবাগত রাত ২ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার খনকিনি পাড়া এলাকায় অভিযান চালিয়ে আলোচিত ফখরুর হত্যা মামলার প্রধান আসামি রায়হান মিয়াকে (২০) গ্রেপ্তার করে।
র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মশিহুর রহমান সোহেল মঙ্গলবার বিকেলে জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

কেন্দ্রিয় নির্দেশনা অমান্য, ইউপি নির্বাচন করতে নিতাই রায়ের নির্দেশ

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:- আওয়ামী সরকারের সময় যে সকল নেতাকর্মীরা...

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাউদকান্দিতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

মোঃ ইব্রাহিম খলিল  দাউদকান্দি: জমি চাষের টাকা নিয়ে দুই...

চকবাজার থানা ইউনিট দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

ইসমাইল চৌধুরী, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর জামায়াতের শূরা সদস্য ও আন্তর্জাতিক...

চট্টগ্রাম প্রতিদিন অফিসে সংঘবদ্ধ হামলার চেষ্টায় ক্ষোভ, প্রতিবাদ, নিন্দার ঝড়

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় এলাকায় অবস্থিত দৈনিক...