ইসমাইল মাহমুদ: মৌলভীবাজার দুই হাজার চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা এবং জেলায় আহতদের মধ্যে প্রথম ধাপের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত চিলেন পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামিমা খন্দকার, জেলা জামায়াতের সেক্রেটারী ইয়ামির আলী, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসী ইকবাল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক এস. এম উমেদ আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. আফজাল হোসেন, ফখরুল ইসলাম, উপস্বাস্থ্য প্রতিনিধি মো. হাসান সজিব প্রমুখ। আলোচনা সভা শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ গত জুলাই-আগস্টে মৌলভীবাজারে আহতদের মধ্যে প্রথম ধাপে ১৫ জনকে আর্থিক অনুদানের চেক প্রদান করেন।
মৌলভীবাজারে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা
Date: