ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক গাজী মারুফ আহমেদ (৪৮) আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে ৫ জানুয়ারি দিবাগত রাত পৌনে একটার দিকে তিনি শহরের লাইফ লাইন কার্ডিয়াক হাসপাতালে মারা যান। তার মৃত্যু সংবাদে জেলার বিভিন্ন উপজেলার দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, রবিবার (৫ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রাসহ সমাবেশ কর্মসূচিতে তিনি অংশ নেন। কর্মসূচি শেষে তিনি বুকে ব্যথা অনুভব করেন। তবে তা গুরুত্ব না নিয়ে বাসায় চলে যান। রাত ১২টার দিকে তার বুকের ব্যথা প্রচন্ড আকার ধারণ করলে পরিবারের সদস্যরা তাকে শহরের লাইফ লাইন কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যান। সেখান রাত পৌনে ১টার তিনি মৃত্যুবরণ করেন।
নিহত গাজী মারুফ আহমেদ সদর উপজেলার ২ নম্বর মনুমুখ ইউনিয়নের বাউরভাগ গ্রামের বাসিন্দা। ৪ ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
তরুণ বিএনপি নেতা গাজী মারুফ আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেন, “আমি অত্যন্ত ব্যতিত ও বাকরুদ্ধ। মাত্র চারদিন আগেও আমার সাথে জেলা বিএনপির মিটিংয়ে ছিল। একটা সুস্থ ছেলে। আমি তার রূহের মাগফিরাত কামনা করছি।”
এদিকে গাজী মারুফ আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্যবৃন্দ, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলের নেতৃবৃন্দ।