মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

Date:

ইসমাইল মাহমুদ:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক কমিটির বিশেষ সভা বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে স্থানীয় পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করীম ময়ূনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, মৌলভী আব্দুল ওয়ালি সিদ্দিকি, অ্যাডভোকেট আবেদ রাজা, মোশাররফ হোসেন বাদশা, আব্দুল মুকিত, আশিক মোশারফ, নাছির উদ্দিন মিঠু, হেলু মিয়া, আব্দুর রহিম রিপন, ফখরুল ইসলাম, বকশী মিছবাউর রহমান, মতিন বক্স, আব্দুল হাফিজ, জিতু মিয়া প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মুহিতুর রহমান হেলাল, মাহমুদুর রহমান, মনোয়ার আহমেদ রহমান, মাহবুব ইজদানী ইমরান, বকশী জুবায়ের আহমেদ, আবুল কালাম বেলাল, স্বাগত কিশোর দাস চৌধুরী, গাজী মারুফ আহমেদ, আব্দুল হক, দুরুদ আহমদ, আশরাফুজ্জামান খাঁন নাহাজ, সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, আনিছুৃজ্জামান বায়েছ ও মহসিন মিয়া মধু।
বিশেষ সভায় মৌলভীবাজার জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির তিন সদস্য এবং সাত উপজেলায় অবস্থানরত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ দায়িত্ব পালন করবেন বলে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জেলার সাত উপজেলা ও পাঁচ পৌরসভার বিএনপির কর্মীসভা আয়োজনের তারিখ নির্ধারণ করা হয়। এছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সমাপনী বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করীম ময়ূন বলেন, ‘বিগত স্বৈরাচারী অবৈধ সরকারের আমলে স্ব-স্ব উপজেলা ও পৌরসভায় যারা আন্দোলন-সংগ্রামে উপস্থিত থেকে কেন্দ্রীয় কর্মসূচিকে সফল করতে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন, মামলা-হামলার শিকার হয়েছেন, আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন, ত্যাগ স্বীকার করেছেন অবশ্যই কমিটিতে তাদের যথাযথ মূল্যায়ন করা হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

কুমিল্লা সদর দক্ষিণে ধর্মীয় র‍্যালি ও সম্প্রীতি সভা অনুষ্ষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি :ঐক্যবদ্ধ বাংলাদেশ ছড়াবে না বিদ্বেষ’- এই স্লোগানকে...

আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক :ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদ...

এক-এগারোর মতো টার্গেটে ব্যবসায়ীরা!

ডেস্ক রিপোর্ট: আবারও ব্যবসা আক্রান্ত। চারদিকে উদ্বেগ-উৎকণ্ঠা-অনিশ্চয়তা। আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম...