চিঠিতে বলা হয়, আপনি দলীয় সিদ্ধান্ত অগ্রাহ্য করে আপনার এলাকায় বিশাল মোটর শোভাযাত্রা করেছেন-যা সম্পূর্ণরূপে দলীয় শৃঙ্খলা পরিপন্থী। দলের দায়িত্বশীল নেতা হিসেবে দলীয় সিদ্ধান্তের বিষয়ে অমনোযোগী ও উদাসীন থাকা নিঃসন্দেহে আপনার দায়িত্বজ্ঞানহীনতার পরিচায়ক।
ওই চিঠিতে আরও বলা হয়, এহেন দলীয় শৃঙ্খলা বিরোধী কাজের জন্য কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শীয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হয়েছে। বিষয়টি অতীব জরুরি।
জানা গেছে, এক যুগ পর গত ২০ অক্টোবর দেশে ফেরেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক এম কয়ছর আহমদ। এরপর তার নিজ এলাকা সুনামগঞ্জে মোটর শোভাযাত্রা করে কর্মসূচি পালন করেন তিনি।