মোঃ জিবন আহমেদ ফারুক, স্টার রিপোর্টার // মানিকগঞ্জ এর পৌর যুবদলের আহবায়ক (রাজিব হাসান খান) এর উদ্যোগে রবিবার (২৭ অক্টোবর) স্থানীয় আর্দশ মার্কেট এর সামনে এই মেডিকেল ক্যাম্পেইন এর আয়োজন করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে রক্তের গ্রুপ ও ডায়বেটিস পরীক্ষাসহ সেবাগ্রহীতাদের বিনামূল্যে সেবা ব্যবস্থা ও ওষুধ প্রদান করা হয়। এ সময় ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন উপলক্ষে উপস্থিত থাকেন। শহীদ জিয়া স্মৃতি সংঘের সভাপতি শরিফ হোসেন শিবলু তরিকুল প্রমুর্খ, ঔষধ কোম্পানির সহযোগিতায় সহযোগিতা করেন নার্স নেতা শাহিনুর, ঔষধ কোম্পানির ফোরামের ম্যানাজার ও সাধারন সম্পাদক তোফাজ্বল, মাসুদুর রহমান, পারভেজ আহমেদ, আর্দশ মার্কেট সভাপতি মোতাহার হোসেন, আর্দশ মার্কেট এর সাংগঠনিক সুমন মিয়া, শ্রমিক দল নেতা জাকির, ওর্য়াড যুবদল কাওসার জয়, বিশ্বজিৎত, সহ প্রমৃখ, এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।