মোঃ কামাল হোসেন,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
বাগেরহাট জেলার কচুয়ায় যুবদল কর্মী মুক্তা শেখ হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি সাবেক উপজেলা চেয়ারম্যান মেহেদি হাসান বাবুকে (৩৮) গ্রেপ্তার করেছে দুমকি থানা পুলিশ।
বুধবার গভীর রাতে পটুয়াখালীর লেবুখালী পায়রা সেতুর টোলপ্লাজায় তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পায়রা সেতুর টোলপ্লাজায় দুমকি থানার টহল পুলিশ কুয়াকাটা থেকে নিজ প্রাইভেটকার যোগে মেহেদী হাসান বাবু পায়রা সেতু টোল প্লাজায় আসলে পুলিশ গাড়ি তল্লাশি করে সন্দেহ হলে বাবুকে আটক করে। তার বিরুদ্ধে কচুয়া উপজেলায় ২০১৫ সালে যুবদলকর্মী মুক্তা শেখ হত্যা, মাদক ব্যবসাসহ একাধিক মামলা রয়েছে।
সূত্রটি আরও জানায়, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে নিজেকে বাচাতে শেখ হাসিনা ও তার সরকার পলায়ন করার পর মেহেদী হাসান বাবুসহ মামলার অন্যান্য আসামিরা গা ঢাকা দেয়। তিনি পটুয়াখালী শহর, কলাপাড়া ও কুয়াকাটায় দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পরিবারের অন্য সদস্যদের নিয়ে বুধবার সন্ধ্যায় কুয়াকাটা সি-বিচ ভ্রমণকালে ফেসবুকে লাইভে আসেন তিনি।
সেই লাইভ দেখে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও থানা পুলিশের টনক নড়ে। অবস্থা বেগতিক দেখে পরিবারের সবাইকে রেখে মেহেদী হাসান বাবু মদ্যপ অবস্থায় দ্রুত বেগে বরিশালের দিকে পালানোর চেষ্টা করছিল।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, বাগেরহাটের পুলিশ সুপার ও কচুয়া থানা পুলিশের গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কচুয়া থানা পুলিশ ইতোমধ্যে রওয়ানা দিয়ে দুমকির পথে রয়েছে। মেহেদী হাসান বাবুকে কচুয়া থানায় হস্তান্তর করা হবে।
যুবদল কর্মী হত্যা মামলার আসামী কচুয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার
Date: