রাঙ্গুনিয়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থী ওমর সরে দাড়িয়ে শেখরকে সমর্থন

Date:

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক ওমর ফারুক প্রতিদ্বন্ধি প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখর বিশ্বাসকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ান।

গতকাল রোববার বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত দলের বর্ধিত সভায় তিনি এ ঘোষণা দেন। ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ মুহূর্তে শেখর বিশ্বাসকে সমর্থন জানিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওমর ফারুক নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ফলে শেখর বিশ্বাসের জয় নিশ্চিত। এতে উপজেলার সর্বত্র কানাঘুশা বিরাজমান।

উল্লেখ্য, ২১মে ২০২৪ অনুষ্ঠিতব্য রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে অধ্যাপক হোসনে আরা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মোনাফ সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদারের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য দেন উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, পৌর মেয়র মো. শাহজাহান সিকদার, নজরুল ইসলাম তালুকদার, ইদ্রিচ আজগর, ইফতেখার হোসেন বাবুল, মো. আকতার হোসেন খাঁন, মীর গোলাম মোস্তফা বাবুল, নুরুল আবছার, ইলিয়াছ তালুকদার, মো. আরিফুল ইসলাম চৌধুরী, ভাস্কর সাহা, সাজ্জাতুল ইসলাম খোকন, বদিউল আলম মাস্টার সৈয়দুল আলম তালুকদার, মো. আলমগীর, জালাল উদ্দিন, প্রভাত কুসুম বড়ুয়া, বদিউল আলম, ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখর বিশ্বাস ও ওমর ফারুক প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

চকবাজার থানা ইউনিট দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

ইসমাইল চৌধুরী, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর জামায়াতের শূরা সদস্য ও আন্তর্জাতিক...

চট্টগ্রাম প্রতিদিন অফিসে সংঘবদ্ধ হামলার চেষ্টায় ক্ষোভ, প্রতিবাদ, নিন্দার ঝড়

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় এলাকায় অবস্থিত দৈনিক...

কুমিল্লা ইপিজেডে অস্বস্তিকরপরিবেশ-অপপ্রচারে হুমকির মুখে দেশি-বিদেশি বিনিয়োগ!

#জুট ব্যবসার একক নিয়ন্ত্রণে ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর...

বাংলাদেশে সরকার পরিবর্তনে হস্তক্ষেপ করে নি যুক্তরাষ্ট্র!

আন্তর্জাতিক ডেস্কঃ গণঅভ্যুত্থানে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন এবং ড....