রাজনগরে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ১

Date:

ইসমাইল মাহমুদ:মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী দুই যুবক। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক যুবক। ঘটনাটি ঘটেছে সোমবার (২ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে রাজনগর-সিলেট আঞ্চলিক সড়কের ৫ নম্বর রাজনগর ইউনিয়নের মুশুরিয়া এলাকায়। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মুবাশ্বির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন রাজনগর উপজেলার ২ নম্বর উত্তরবাগ ইউনিয়নের হলদিগুল গ্রামের লেবু মিয়ার ছেলে সাকিন আহমদ (২২) ও সুপ্রাকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে রাফি আহমদ (২৫)। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক রাজু ধর (২৮)। তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজনগরের ২ নম্বর উত্তরবাগ থেকে রাজনগরে আসার পথে মুশুরিয়া এলাকায় বিপরীত দিক থেকে আগত দ্রæতগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হয় মোটরসাইকেলের। ঘটনার পরপরই স্থানীয় লোকজন মোটরসাইকেল আরোহী তিন যুবককে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাকিন আহমদ ও রাফি আহমদকে মৃত ঘোষণা করেন। অপর মোটরসাইকেল আরোহী রাজু ধরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মুবাশ্বির গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি মৌলভীবাজার সদর হাসপাতালে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী অভিযানে তথ্য সংগ্রহ করতে গিয়ে আসামী হয়ে হাজতে আছেন সাংবাদিক আনোয়ার হোসেন আরিফ

আব্দাহিয়ুর রহমান আপেল: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদক বিরোধী অভিযানের তথ্য...

শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় মতবিনিময়

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যুগোপযোগি আলেমে দ্বীন...

সদর দক্ষিণে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি : আজ ১২ জানুয়ারি ২০২৫ তারিখ বিকেলে...

কুমিল্লায় ডিএনসি কর্তৃক ০৩ কেজি গাঁজাসহ আটক ৪  

কুমিল্লা প্রতিনিধি : ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান...