রেডি-টু-কুক ফিশের বাজার বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

Date:

রূপালীদেশ: কর্মজীবী নারীদের রান্না সহজ করতে রেডি-টু-কুক ফিশ (কেটে খুয়ে রান্নার জন্য প্রস্তুত করে রাখা মাছ) প্রস্তুতকরণ, বাজারজাতকরণ ও বাজার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘বিএফডিসি রেডি টু কুক ফিশ’ বাজারজাতকরণের উদ্যোগ নেওয়া বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনকে (বিএফডিসি) বিশেষভাবে ধন্যবাদ জানান তিনি।

বৃহস্পতিবার (৯ মে) সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ‘বিএফডিসি রেডি-টু-কুক ফিশ’ এর প্যাকেট আনুষ্ঠানিকভাবে তুলে দেন। একইসঙ্গে গরুর দুধ আহরণের কাজে ব্যবহৃত একটি মিল্কিং মেশিনও এসময় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী এসময় বলেন, এ ধরনের কার্যক্রম বিশেষত রেডি টু কুক ফিস কার্যক্রমের ফলে কর্মজীবী নারীরা অনেক উপকৃত হবেন।

উল্লেখ্য, মোট ৪০ প্রজাতির মাছ রেডি টু কুক হিসেবে স্থায়ীভাবে ঢাকার কাওরান বাজারে অবস্থিত বিএফডিসি ভবনের মৎস্য বিতান, যাত্রাবাড়ীর মৎস্য অবতরণ কেন্দ্র এবং চট্রগ্রাম মৎস্য বন্দর বিপণন করা হচ্ছে। এছাড়া ঢাকা শহরের ১৬টি স্পটে ৬টি ফ্রিজিং ভ্যানের মাধ্যমে ভ্রাম্যমাণ ভিত্তিতে ‘বিএফডিসি রেডি ফিস’ বাজারজাত করা হচ্ছে।

ভ্রাম্যমাণ স্পটগুলো হলো: ১) মিরপুর ডিওএইচএস, ২৭ নম্বর রোড, ২) বনানী, নেভী হেডকোয়ার্টার ও গুলশান (আজাদ মসজিদ সংলগ্ন), ৩) সচিবালয় এর দক্ষিণ গেট, ৪) মিরপুর ডিওএইচএস, মিরপুর, ৫) স্বপ্ন নগর আবাসিক এলাকা, ক্যান্টনমেন্ট, ৬) মিরপুর অপরাজিতা ভবন, মিরপুর, ৭) ধানমন্ডি ৬ নম্বর, ৮) আজিমপুর কলোনী, আজিমপুর, ৯) লেডিস ক্লাব, ইস্কাটন, ১০) সচিব কোয়ার্টার, ইস্কাটন (বুধবার ও শনিবার), ১১) দুদক অফিস সংলগ্ন, সেগুনবাগিচা, ১২) এজিবি কলোনী, মতিঝিল, ১৩) শংকর, ধানমন্ডি, ১৪) সেচভবন, মানিক মিয়া এভিনিউ (শুক্রবার ও শনিবার), ১৫) ধানমন্ডি ২৮, ও ১৬) মোহাম্মদপুর মা ও শিশু হাসপাতাল সংলগ্ন, মোহাম্মদপুর।

এছাড়া অনলাইন, ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমেও ‘বিএফডিসি রেডি টু কুক ফিশ’ বাজারজাত করা হচ্ছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হক, প্রাণিসম্পদ অধিদফতরের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের চিফ টেকনিক্যাল কোঅর্ডিনেটর ডা. মো. গোলাম রব্বানী এসময় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

ইপিজেডে সাংবাদিকদের হেনস্থায় বেপজা ক্ষমা না চাইলে কঠিন আন্দোলনের হুশিয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

কুমিল্লা প্রতিনিধি : গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে কুমিল্লা ইপিজেডে...

বিএনএনসি ও বাংলাদেশ ভূমি গৃহহীন হাউজিং লিঃ উদ্যোগে পথ শিশুদের মাঝে বই খাতা ও কম্বল বিতরণ

মীর জেসান হোসেন তৃপ্তী : গাজীপুরের টঙ্গীর হযরত হাজী...

আগামীতে বাংলাদেশের ক্ষমতায় যারাই আসুক তারা কোনো দেশের দালাল হলে তাদের পরিনতি হবে খুনি হাসিনার মতো – সারজিস আলম

আব্দাহিয়ুর রহমান আপেল: "মার্চ ফর ফেলানী" কর্মসুচীতে যোগ দিয়ে...

০৪ বছরের শিশুকে নির্যাতন করে পানিতে ফেলে দিলেন স্কুল শিক্ষক শাহাজাহান

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্বপাড়া এলাকায় ফজলুর...