রূপালীদেশ ডেস্ক: গাজার লাখো ফিলিস্তিনির শেষ আশ্রয়স্থল রাফায় যেকোনো সময় স্থল অভিযান চালাতে পারে ইসরাইলি বাহিনী। বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় শহরটির কাছেই ট্যাঙ্ক, ভারী যুদ্ধাস্ত্র আনতে শুরু করেছে দখলদার সেনারা। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, যুদ্ধকালীন মন্ত্রিসভার সবুজ সংকেত পাওয়া মাত্রই রাফায় শুরু হতে পারে নারকীয় তাণ্ডব। মূলত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শেষ ঘাঁটি ধ্বংসের অজুহাতেই দক্ষিণাঞ্চলীয় রাফায় নারকীয় তাণ্ডবের প্রস্তুতি নিয়েছে দখলদার সেনারা। ইসরাইলি সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, ‘দ্য নাহাল ব্রিগেড’ নামের তেল আবিবের অন্যতম শক্তিধর একটি পদাতিক ইউনিটকে রাফায় অভিযানের জন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহু প্রশাসন। তবে অঞ্চলটিতে হামলা শুরু হলে নিরীহ আরও বহু ফিলিস্তিনিকে প্রাণ হারাতে হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে রাফাহ থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেয়ার কথা বলে আবারও মধ্যাঞ্চল, উত্তরাঞ্চলে বোমাবর্ষণ শুরু করেছে ইসরাইলি সেনারা। মধ্যাঞ্চলে আবাসিক ভবনে হামলায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, গাজায় ইসরাইলি জিম্মিদের মুক্তির জন্য হামাসকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ১৮ দেশের নেতারা। এর মধ্য দিয়ে সংঘাত দ্রুত অবসান হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।
লাখো ফিলিস্তিনির শেষ আশ্রয়স্থলেও অভিযানের ‘প্রস্তুতি’ ইসরাইলের
Date: