লেনিন ছিলেন প্রতিবাদ, প্রতিরোধ ও পরিবর্তনের পথ প্রদর্শক: মেনন

Date:

নিজস্ব প্রতিবেদক: বাংলােেশর ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশে খান মেনন বলেছেন, পুঁজিবাদের চরম উৎকর্ষতার মধ্যে বিশ্বব্যাপী যখন যুদ্ধ চরম আকার ধারণ করছে, তখন যুদ্ধের বিপরীতে দাঁড়িয়ে সাম্রাজ্যবারে বিরোধিতার মাধ্যমে সাম্যের সমাজ প্রতিষ্ঠাই মুক্তিকামী মানুষের একমাত্র অবলম্বন। সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলােেশর ওয়ার্কার্স পার্টি আয়োজিত বিশ্বের নিপীড়িত মানুষের পথপ্রদর্শক লেনিনের ১৫৪তম জন্মবার্ষিকীতে ‘পুঁজিবাদের আগ্রাসী ভূ-রাজনীতি ও লেনিন’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

রাশেদ খান মেনন বলেন, কমরেড লেনিন  কেবল একজন বিপ্লবী নন। তিনি প্রতিবাদ, প্রতিরোধ ও পরিবর্তনের পথ প্রদর্শক। আমরা যখন অপেক্ষা করছি আরেকটা বিশ্বযুদ্ধের জন্য, অথবা চীনকে কে›্র করে জাপান, ফিলিপিন্স যেভাবে মহড়া েিচ্ছÍ এমন প্রেক্ষাপটে আমরা যারা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই তাদের সাম্রাজ্যবারে আগ্রাসন, অপতৎপরতা ভে করে এগিয়ে যেতে হবে।’

লেনিন বর্তমান সময়েও প্রাসঙ্গিক উল্লেখ করে তিনি বলেন, ‘সোভিয়েতের পতনের পর যেভাবে ঘোষণা করা হয়েছিল যে, সমাজতন্ত্রের অবসান ঘটে গেছে, লেনিনকে ইতিহাস থেকে বাদ দিয়ে দেওয়া হবে, কিন্তু আজকেও বর্তমান বিশ্বে আমরা লেনিনের প্রাসঙ্গিকতা দেখতে পাচ্ছি।’

ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসানের সভাপতিত্বে সভায় মূল ধারণাপত্র উপস্থাপন করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শরীফ শামশির। এ ছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য সাদাকাত হোসেন বাবুল, আবুল হোসেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে ১৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার// ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে আলহাজ্ব মোঃ শামসুল...

পবিপ্রবি’তে ব্যবস্থাপনা দিবস উদযাপিত  “এইচ আর ক্লাব” যাত্রাশুরু

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়...

আটক করে নিয়ে গুলি করে দেব কুড়িগ্রামে পুলিশের হুমকি

গত কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের একটি বিডিও ভাইরাল...

সপ্তম বর্ষে পদার্পণ করল সংবাদ টিভি

নিজস্ব প্রতিবেদক: আইপি সম্প্রচারের দীর্ঘ ছয় বছর পূর্তি ও সপ্তম...