শ্রীমঙ্গলে তথ্য অধিকার আইন ও জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

Date:

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দ্যা কার্টার সেন্টার কর্তৃক সরকারি দায়িত্বপ্রাপ্ত তথ্য প্রদানকারী কর্মকর্তাদের জন্য তথ্য অধিকার আইন ও জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) উপজেলার রাধানগরস্থ প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টের সম্মেলন কক্ষে দিনব্যাপি এ তথ্য অধিকার আইন ও জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ইউএসএআইডি’র অর্থায়িত অ্যাডভান্সিং উইমেনস রাইট অফ অ্যাক্সেস টু ইনফরমেশন (AWRTI) (তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি) প্রকল্পের আওতায় দ্যা কার্টার সেন্টার আয়োজিত এই প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল মৌলভীবাজার জেলার সদর উপজেলা, শ্রীমঙ্গল উপজেলা এবং কমলগঞ্জ উপজেলার ৩০ জন সরকারি দায়িত্বপ্রাপ্ত তথ্য প্রদানকারী কর্মকর্তার মধ্যে তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা এবং তথ্য প্রাপ্তির আবেদনের জবাব প্রদানের ক্ষেত্রে জেন্ডার সংবেদনশীলতা বৃদ্ধি করা।
এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ডিরেক্টর ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড গভর্নেন্স অফিস, ইউএসএআইডি, বাংলাদেশ ব্লেয়ার কিং লিয়েন ওয়েবস্টার; পরিচালক, রুল অফ ল, দ্যা কার্টার সেন্টার শাম্মী লায়লা ইসলাম; ডেপুটি চিফ অফ পার্টি, এডব্লিউআরটিআই, দ্যা কার্টার সেন্টার এবং আইডিয়া পরিচালক নাজিম আহমেদ। এছাড়াও মৌলভীবাজার জেলার সদর ও শ্রীমঙ্গল এর উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে আইডিয়ার পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন নাজিম আহমেদ। স্বাগত বক্তব্যে দ্যা কার্টার সেন্টারের পরিচালক লিয়েন ওয়েবস্টার বলেন, ‘তথ্যের অভিগম্যতা সুশাসনের একটি মৌলিক স্তম্ভ। এটি নাগরিকদের সিদ্ধান্ত নিতে সচেতন করে। সরকারি কর্মকর্তাদের জবাবদিহি করতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিতে সহায়তা করে। লিঙ্গ সমতা অর্জনের জন্য তথ্য অধিকার নিশ্চিতে জেন্ডার সংবেদনশীলতা অনেক গুরুত্বপূর্ণ। তিনি বলেন, নারীর তথ্যে পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সম্মুখীন হয় এবং AWRTI বিভিন্ন উপায়ে এই প্রতিবন্ধকতা মোকাবেলায় প্রতিশ্রুতিবদ্ধ।’
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেন, ‘তথ্য অধিকার, অসমতা দূর করে তথ্য প্রবাহ নিশ্চিত করে। আমি দায়িত্বপ্রাপ্ত তথ্য প্রদানকারী কর্মকর্তাদের ধৈর্য সহকারে আবেদনগুলো পর্যালোচনা করতে এবং তথ্য অধিকার আইন ২০০৯ এর অধীনে নির্ধারিত পদ্ধতি এবং সময়সীমা অনুসরণ করে তথ্য সরবরাহ করতে অনুরোধ করছি। মৌলভীবাজার জেলার কর্মকর্তাদের কাছে তথ্য অধিকার আইন নিশ্চিতকরণে তাদের অঙ্গিকার প্রত্যাশা করছি।’
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব মো. মহিবুল হোসেন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক
চাঁদ মিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

কেন্দ্রিয় নির্দেশনা অমান্য, ইউপি নির্বাচন করতে নিতাই রায়ের নির্দেশ

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:- আওয়ামী সরকারের সময় যে সকল নেতাকর্মীরা...

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাউদকান্দিতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

মোঃ ইব্রাহিম খলিল  দাউদকান্দি: জমি চাষের টাকা নিয়ে দুই...

চকবাজার থানা ইউনিট দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

ইসমাইল চৌধুরী, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর জামায়াতের শূরা সদস্য ও আন্তর্জাতিক...

চট্টগ্রাম প্রতিদিন অফিসে সংঘবদ্ধ হামলার চেষ্টায় ক্ষোভ, প্রতিবাদ, নিন্দার ঝড়

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় এলাকায় অবস্থিত দৈনিক...