ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের সিন্দুরখান চা বাগান সংলগ্ন ধানের জমি থেকে একটি বিরল প্রজাতির হিমালয়ান গিন্নী শকুন উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শকুনটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। গতকাল রবিবার শকুনটিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, ‘শনিবার রাত সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান চা বাগান সংলগ্ন ধানের জমিতে একটি শকুনকে অসুস্থ্য অবস্থায় পড়ে থাকতে দেখে বদরুল আলম নামের একজন সিএনজি অটোরিকশা চালক আমাদের জানান। খবর পেয়ে আমি ওই স্থান থেকে বিরল প্রজাতির হিমালয়ান গিন্নী শকুনটি উদ্ধার করে নিয়ে আসি। নিজ বাসায় এনে হিমালয়ান গিন্নী শকুনটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করি। গতকাল রবিবার সকালে দিলে শকুনটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করেছি। হিমালয়ান গিন্নী শকুন এক সময় আমাদের দেশে প্রচুর দেখা গেলেও একন এটি সচরাচর দেখা মেলে না।’
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান বলেন, ‘হিমালয়ান গিন্নী শকুন বিল প্রজাতির। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক এটিকে উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছেন। এটিকে দ্রুত অবমুক্ত করা হবে।’