শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসানকে হুমকি, থানায় অভিযোগ দায়ের

Date:

ইসমাইল মাহমুদ,  মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক খবরপত্র পত্রিকার স্থানীয় প্রতিনিধি এহসান বিন মুজাহিরকে (মো. এহসানুল হক) হুমকি দিয়েছে এক অজ্ঞাতনামা দূর্বৃত্ত। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ওইদিনই রাতে শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

লিখিত অভিযোগে গণমাধ্যমকর্মী এহসান বিন মুজাহির উল্লেখ করেন, ২৬ নভেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টায় নিউজ সংগ্রহের কাজে তিনি নিজের মোটরসাইকেল যোগে শহরে কালিঘাট রোড থেকে ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা গ্রামে যাবার পথে অজ্ঞাতনামা এক যুবক মৌলভীবাজার-ক-১৩-৬৯০৯ নম্বর প্লেইটযুক্ত মোটরসাইকেল নিয়ে তাকে পেছন দিক থেকে তাড়া করে এবং ৮ নম্বর কালিঘাট ইউনিয়নের কালিঘাট চা বাগানের রাস্তায় তার উপর হামলার চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসেন। এ অবস্থায় ওই দূর্বৃত্ত তার মোটরসাইকেল নিয়ে দ্রæতগতিতে কালিঘাট চা বাগানের দক্ষিণ দিকের রাস্তা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এহসান বিন মুজাহির আতংকগ্রস্থ হয়ে পড়েছেন।
লিখিত অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘অভিযোগে উল্লেখিত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কার নামে তা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মৌলভীবাজার থেকে আবেদন করে বের করে অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।’
উল্লেখ্য, ২০২৩ সালের ২৫ আগস্ট রাতে এহসান বিন মুজাহিরের মুসলিমবাগ আবাসিক এলাকাস্থ বাসার মূল গেইটে বাইরে থেকে কে বা কারা তালা মেরে চলে যায়। এ অবস্থায় তার পুরো পরিবার বাসায় অবরুদ্ধ হয়ে পড়েন। পরে খবর পেয়ে রাত ১১টার দিকে তিনি শহর থেকে বাসায় গিয়ে হাতুড়ি দিয়ে তালা ভেঙ্গে বাসায় প্রবেশ করেন। এ ঘটনায় এহসান বিন মুজাহির সে সময়ে শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়রী করেন। পুলিশ কয়েকজন মাদকসেবী ও বখাটেকে আটক করে কারাগারে পাঠিয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

জুড়ীতে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও নাশিদ মাহফিলে মানুষের ঢল

ইসমাইল মাহমুদ:মৌলভীবাজারের জুড়ীতে তানজানিয়া, মিশর, আফ্রিকাসহ বিভিন্ন দেশের ক্বারীদের...

সাতক্ষীরায় দেড় কোটি টাকার ভারতীয় মালামাল আটক

নিজস্ব প্রতিবেদক:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে...

সাংবাদিক কামরুজ্জামান শিমুলকে হত্যার হুমকির প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি: দৈনিক সংবাদ সারাবেলার বাগেরহাট প্রতিনিধি মোঃ কামরুজ্জামান শিমুলকে...

এদেশে কি আর আওয়ামী লীগ, নৌকা বলে কোন কিছু আছে? এরা দেশ ছেড়ে পালিয়েছে: নাসের রহমান

ইসমাইল মাহমুদ:বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক...