হজ ফ্লাইট শুরু ৯ মে

Date:

রূপালীদেশ ডেস্ক: আগামী ৯ মে শুরু হচ্ছে চলতি মৌসুমের হজ ফ্লাইট। হজযাত্রীদের নিয়ে ঢাকা থেকে ওইদিনই প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওনা দেবে। এরপর শিডিউল অনুযায়ী পরবর্তী ফ্লাইটগুলো ছাড়া হবে। তবে সব ফ্লাইটের সূচি এখনও চূড়ান্ত করা হয়নি। ৯ মে হজ ফ্লাইট শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করে ঢাকা হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান বলেন, এখনো শিডিউল ঘোষণা করা হয়নি। দ্রুত শিডিউল ঘোষণা করে যাত্রীদের জানানো হবে। ধর্ম মন্ত্রণালয় বলছে, গত বছর এক লাখ ১৯ হাজার ৬৯৫ জন হজযাত্রী বহন করার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স (সৌদিয়া) ও সৌদির বেসরকারি এয়ারলাইন্স ফ্লাইনাস মোট ৩৩৫টি হজ ফ্লাইট ঘোষণা করেছিল। চুক্তি অনুযায়ী, মোট হজযাত্রীর অর্ধেক বহন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাকি অর্ধেক বহন করে সৌদিয়া ও ফ্লাইনাস এয়ার। এবারও এই তিন এয়ারলাইনস হজযাত্রীদের বহন করবে।

জানা গেছে, চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে যাবেন ৮৩ হাজার ২০২ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৪ হাজার ৩০৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৮ হাজার ৮৯৫ জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পালিত হতে পারে পবিত্র হজ। প্রতিবছর একমাস আগে থেকে শুরু হয় হজ ফ্লাইট। তার আগে হজযাত্রীদের ভিসা, ফ্লাইট শিডিউল সংক্রান্ত কাজ সম্পন্ন করে ধর্ম মন্ত্রণালয় ও এয়ারলাইন্সগুলো। এবার এখনো শুরু হয়নি ভিসা কার্যক্রম। চূড়ান্ত হজযাত্রীদের তালিকা না পাওয়ায় ঘোষণা করা হয়নি ফ্লাইট শিডিউলও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

ইপিজেডে সাংবাদিকদের হেনস্থায় বেপজা ক্ষমা না চাইলে কঠিন আন্দোলনের হুশিয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

কুমিল্লা প্রতিনিধি : গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে কুমিল্লা ইপিজেডে...

বিএনএনসি ও বাংলাদেশ ভূমি গৃহহীন হাউজিং লিঃ উদ্যোগে পথ শিশুদের মাঝে বই খাতা ও কম্বল বিতরণ

মীর জেসান হোসেন তৃপ্তী : গাজীপুরের টঙ্গীর হযরত হাজী...

আগামীতে বাংলাদেশের ক্ষমতায় যারাই আসুক তারা কোনো দেশের দালাল হলে তাদের পরিনতি হবে খুনি হাসিনার মতো – সারজিস আলম

আব্দাহিয়ুর রহমান আপেল: "মার্চ ফর ফেলানী" কর্মসুচীতে যোগ দিয়ে...

০৪ বছরের শিশুকে নির্যাতন করে পানিতে ফেলে দিলেন স্কুল শিক্ষক শাহাজাহান

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্বপাড়া এলাকায় ফজলুর...