কুমিল্লা প্রতিনিধি : শীষপুর হাজী রাজা মিয়া উচ্চ বিদ্যালয় ৩৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ নানান খেলা-ধূলা সহ নানান অভিনয় প্রতিযোগিতাসহ পুরস্কার বিতরণের মাধ্যমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত শীষপুর হাজী রাজা মিয়া উচ্চ বিদ্যালয়”র মাঠ প্রাঙ্গণে।
উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন মাহমুদা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম তিনি বলেন ছাত্রছাত্রীদের মোবাইল আসক্ত ও খারাপ পথ থেকে ফেরাতে খেলাধুলার বিকল্প নেই তাই তাদেরকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ব্যস্ত থাকার প্রয়োজন উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মোঃ তৈয়ব হোসেন, উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার, সদর দক্ষিণ কুমিল্লা, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার এম রশিদ, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম প্রমুখ।