আজ শুক্রবার রাত আনুমানিক ৯.৩০ মিনিটের সময় হাতিরঝিল এলাকার মহানগর ব্রিজের পূর্ব পার্শ্বে ঢালেরনিচে ওভারপাস থেকে মোঃ আসাদ মিয়া বয়স ( ২০), মোঃ মুরাদ সরদার বয়স (১৮) ও জয় চৌধুরী এই তিন জন ব্যক্তি গাঞ্জা সেবন কালে টহলরত আনসার বাহিনীর পিসি মো: শাহ আলম আইডি নং ২৭৫১৯, আনসার সদস্য মোঃ কামাল হোসেনআইডি নং৫৬০৩ ও আনসার সদস্য মোঃ সৈকত আইডি নং ৯৭১১৩ আটক করে হাতিরঝিল আনসার ক্যাম্পে নিয়ে যান।
স্থানীয় লোকজনের অনুরোধে আর কখনো গাজা কিংবা কোন মাদক সেবন করবেনা মর্মে লিখিত মোসলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করেন দায়িত্বরত আনসার পিসি শাহ আলম এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আনসার সদস্যরা উপস্থিতছিলেন।