অনলাইন ডেস্ক:- অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রবাস আয়ে উর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। চলতি অক্টোবরের প্রথম ২৬ দিনেই রেমিট্যান্স এসেছে ১৯৫ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার ৪০০ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা হিসেবে)। গত সেপ্টেম্বর মাসেও এই আয়ের প্রবাহ উর্ধ্বমুখী ছিল।
গত সেপ্টেম্বর মাসে প্রবাস আয়ের পরিমাণ ছিল ২৪০ কোটি ৪৮ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ হাজার ৮৫৬ কোটি টাকার সমান। সেপ্টেম্বরে প্রতিদিন গড়ে ৮ কোটি ১ লাখ ৫৬ হাজার ৬৬৬ ডলার রেমিট্যান্স এসেছিল। এর আগে, জুলাই মাসে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাসে রেমিট্যান্স এসেছিল ১৯০ কোটি মার্কিন ডলার।
চলতি অক্টোবর মাসের প্রথম ২৬ দিনে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলো থেকে এসেছে ৫৪ কোটি ৭৩ লাখ ২০ হাজার ডলার এবং বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২৯ কোটি ৬৯ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংক থেকে এসেছে ৫১ লাখ ২০ হাজার ডলার। তবে এ সময়ে ৯টি ব্যাংক কোনো রেমিট্যান্স পায়নি।
তবে জুলাই মাসে দেশে কোটা সংস্কার আন্দোলন শুরু হলে প্রবাস আয় কমে যায়। আগস্টে সরকার পতনের পর রেমিট্যান্স কিছুটা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার ডলারে।