২৬ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার

Date:

অনলাইন ডেস্ক:- অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রবাস আয়ে উর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। চলতি অক্টোবরের প্রথম ২৬ দিনেই রেমিট্যান্স এসেছে ১৯৫ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার ৪০০ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা হিসেবে)। গত সেপ্টেম্বর মাসেও এই আয়ের প্রবাহ উর্ধ্বমুখী ছিল।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসে প্রতিদিন গড়ে ৭.৫ কোটি ডলার বা ৯০০ কোটি টাকার রেমিট্যান্স এসেছে। এই গতি মাসের বাকি দিনগুলোতে অব্যাহত থাকলে প্রবাস আয়ের পরিমাণ ২৫০ কোটি ডলার ছাড়াতে পারে।

গত সেপ্টেম্বর মাসে প্রবাস আয়ের পরিমাণ ছিল ২৪০ কোটি ৪৮ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ হাজার ৮৫৬ কোটি টাকার সমান। সেপ্টেম্বরে প্রতিদিন গড়ে ৮ কোটি ১ লাখ ৫৬ হাজার ৬৬৬ ডলার রেমিট্যান্স এসেছিল। এর আগে, জুলাই মাসে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাসে রেমিট্যান্স এসেছিল ১৯০ কোটি মার্কিন ডলার।

চলতি অক্টোবর মাসের প্রথম ২৬ দিনে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলো থেকে এসেছে ৫৪ কোটি ৭৩ লাখ ২০ হাজার ডলার এবং বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২৯ কোটি ৬৯ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংক থেকে এসেছে ৫১ লাখ ২০ হাজার ডলার। তবে এ সময়ে ৯টি ব্যাংক কোনো রেমিট্যান্স পায়নি।

গত মার্চ মাসে প্রবাসী আয়ে মন্দা দেখা দিয়েছিল, যখন ডলারের দাম বেড়ে যায়। এর পর বিভিন্ন উদ্যোগ গ্রহণের ফলে প্রবাস আয় পুনরায় বাড়তে শুরু করে। জুন মাসে একক মাস হিসাবে রেমিট্যান্স আসে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার, যা এযাবৎ কালের দ্বিতীয় সর্বোচ্চ।

তবে জুলাই মাসে দেশে কোটা সংস্কার আন্দোলন শুরু হলে প্রবাস আয় কমে যায়। আগস্টে সরকার পতনের পর রেমিট্যান্স কিছুটা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার ডলারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে ১৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার// ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে আলহাজ্ব মোঃ শামসুল...

পবিপ্রবি’তে ব্যবস্থাপনা দিবস উদযাপিত  “এইচ আর ক্লাব” যাত্রাশুরু

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়...

আটক করে নিয়ে গুলি করে দেব কুড়িগ্রামে পুলিশের হুমকি

গত কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের একটি বিডিও ভাইরাল...

সপ্তম বর্ষে পদার্পণ করল সংবাদ টিভি

নিজস্ব প্রতিবেদক: আইপি সম্প্রচারের দীর্ঘ ছয় বছর পূর্তি ও সপ্তম...