মোঃ কামাল হোসেন, পটুয়াখালী জেলা প্রতিনিধি :
দীর্ঘ ৩৮ বছর ধরে ছাত্রছাত্রীদের মাঝে ছড়িয়েছেন শিক্ষার আলো। সংসারের মতো আগলে রেখেছেন প্রিয় প্রতিষ্ঠানকে। নিজ হাতে প্রতিষ্ঠানের নানা পরিস্থিতি সামাল দিয়েছেন শিক্ষক আব্দুল খালেক । জড়িয়েছেন মায়ার বন্ধনে। তাই প্রিয় শিক্ষকের শেষ কর্মজীবনকে স্মরণীয় করে রাখার কথা ভোলেননি শিক্ষার্থী ও সহকর্মীরা। আয়োজন দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন শিক্ষক।
রবিবার (২ফেব্রুয়ারি ) দুপুরে পটুয়াখালীর দুমকি উপজেলার আঠারগাছিয়া সিরাজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল খালেক কে রাজকীয় বিদায়ী সংবর্ধনা দেয় মাদ্রসার শিক্ষার্থী ও সহকর্মীবৃন্দ
ফুলের মালা দিয়ে শিক্ষক আব্দুল খালেককে বরণ করে নেন শিক্ষক-শিক্ষার্থীরা। তারপর স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিদায়ী শিক্ষকের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন সহকর্মীবৃন্দ। মাদ্রসার সহকারী সুপারেনটেনডেন্ট মাওলানা মাসুম বিল্লাহ তার বক্তব্যে আবেগাপ্লুত হয়ে পরেন। মাসুম বিল্লাহ এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী। আবদুল খালেক স্যারের একজন প্রিয় ছাত্র।
এ আয়োজন দেখে শিক্ষক আবদুল খালেক অশ্রুশিক্ত হয়ে পড়লে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
মাদ্রসার সকল শিক্ষক শিক্ষার্থী আবদুল খালেক স্যারকে ফুলের মালা পড়িয়ে পায়ে হেটে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন। এমন দৃশ্য দেখে গ্রামবাসীর মধ্যেও চাঞ্চল্যের সৃষ্টি করে।