নিজস্ব প্রতিবেদক: ২৮ জানুয়ারী ২০২৫ ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার এক গণ বিজ্ঞপত্তিতে এ তথ্য প্রদান করেন।
ওই গণ বিজ্ঞপত্তিতে উল্লেখ করে বলা হয় যে,
সম্মানিত ঢাকাবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ আংশিক ট্রাফিক সেবা চালু করা হয়েছে। প্রায়ই লক্ষ্য করা যায় যে বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠনের দাবী দাওয়া আদায়ের জন্য রাস্তায় অবস্থান ধর্মঘট/অবরোধ অথবা সংঘর্ষ, সড়ক দূর্ঘটনা, রাস্তা খনন ইত্যাদি কারণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ/সীমিত হয়ে যায়। ফলে যাত্রীগণের গন্তব্যে পৌঁছাতে অস্বাভাবিক বিলম্ব হয়। এক্ষেত্রে ডিএমপি’র ট্রাফিক বিভাগ ডাইভারসন দিয়ে যানবাহনসমূহকে বিকল্প গন্তব্যে পৌছানোর ব্যবস্থা গ্রহণ করে থাকে। জরুরী গন্তব্যে পৌঁছানো প্রয়োজন এমন নাগরিকদের জাতীয় জরুরী সেবা ৯৯৯ কর্তৃক নিম্নে বর্ণিত বিষয়গুলো সংক্রান্তে তথ্য প্রদান করার ব্যবস্থা করা হয়েছে।
১. বিভিন্ন সংগঠন/প্রতিষ্ঠানের দাবী দাওয়া পূরণের জন্য অবস্থান ধর্মঘট, অবরোধ, সভা, মিছিল, বিভিন্ন কারণে যে সকল রাস্তায় যান চলাচল বন্ধ/সীমিত হয়ে গিয়েছে।
২. বিদ্যুৎ, পানি, গ্যাস ও টেলিফোন ক্যাবল স্থাপনসহ ড্রেনেজ লাইন স্থাপন/মেরামতের কারণে যে সকল রাস্তায় যান চলাচল সীমিত/বন্ধ হয়ে গিয়েছে।
৩. রাস্তার পার্শ্ববর্তী ভবনে অগ্নিকান্ড, সড়ক দূর্ঘটনা, রাস্তায় যানবাহন অচল হয়ে যাওয়া ইত্যাদি কারণে যে সকল রাস্তায় যান চলাচল সীমিত/বন্ধ হয়ে গিয়েছে।
৪. বিভিন্ন কারণে যে সকল রাস্তায় সংঘর্ষ/মারামারির জন্য যান চলাচল সীমিত বা বন্ধ হয়ে গিয়েছে।
৫. উল্লেখিত কারণে ট্রাফিক পুলিশ বিকল্প যে সকল রাস্তায় যান চলাচলের ব্যবস্থা গ্রহণ করে থাকে সে সংক্রান্ত তথ্য ইত্যাদি।
সম্মানিত নগরবাসীদের জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে উল্লেখিত বিষয় সংক্রান্ত তথ্য জেনে রাস্তায় গাড়িতে চলাচলের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো যাচ্ছে।