অনলাইন ডেস্ক // বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেছেন, ‘আদালতের কাঠগড়ায় দাঁড়ানোর সৎ সাহস শেখ হাসিনার নেই। ক্ষমতায় থাকতে তিনি আইনকে ভয় পেতেন না। পালানোর পর এখন আইনের ভয় তাঁর ভেতরে ঢুকে গেছে। সোমবার (২৮ অক্টোবর) ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা ঈদগাহ মাঠে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে গেছেন, এটা কোনো নতুন কথা নয়, তার বাবাও আগে পালিয়ে গিয়েছিলেন। স্বাধীনতার যুদ্ধ করে তাঁর বাবাকে আমরা আবার ফেরত এনেছিলাম। তবে শেখ হাসিনাকে কবে ফেরত আনতে পারব, সেটা জানি না। আমাদের আন্দোলন ছিল স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে কফিনে বন্দী করেছিল। কিন্তু সেটাকে দাফন করতে দেওয়া যাবে না।’
এ সময় অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে উদ্দেশ্য করে গয়েশ্বর বলেন, ‘আপনি বলেছেন, ১৬ বছর অপেক্ষা করতে পেরেছেন, আর চার মাস অপেক্ষা করতে পারবেন না। আমরা বলতে চাই, চার মাস আর ছয় মাস বুঝি না। অপেক্ষা করব। তবে নির্বাচনের নির্দিষ্ট সময় জানাতে হবে।’