ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি

Date:

রূপালীদেশ প্রতিবেদক: ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার ঘটনায় জড়িত দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা। সম্প্রতি কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি ও একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সাতটি প্রতিষ্ঠান দেশের প্রথম সারির মিডিয়া হিসেবে দেশ ও জনগণের কল্যাণে কাজ করছে। কিন্তু সন্ত্রাসীরা চায় গণমাধ্যমকে দাবিয়ে রাখতে। এজন্য গত ১৯ আগস্ট পরিকল্পিতভাবে দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। কিন্তু ঘটনার এক মাস পার হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন সেই দুর্বৃত্তরা। আমরা হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করছি।

সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক হোসেন মামুন, কুমিল্লা প্রেস ক্লাবের সহসাধারণ সম্পাদক ও সময় টিভির সাংবাদিক বাহার উদ্দিন রায়হান, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা, দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, কালবেলার জেলা প্রতিনিধি আতিকুর রহমান, কুমিল্লা প্রেস ক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন, বাংলানিউজের জেলা প্রতিনিধি তৈয়বুর রহমান সোহেল, দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি ফজলুল হক জয়, কালের কণ্ঠের চৌদ্দগ্রাম প্রতিনিধি আবুল বাশার রানা প্রমুখ। সঞ্চালনা করেন কালের কণ্ঠের কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান।

এছাড়া হামলার প্রতিবাদ জানান প্রথম আলোর জ্যেষ্ঠ ফটো সাংবাদিক এম সাদেক, প্রথম আলোর কুমিল্লার আঞ্চলিক ব্যবস্থাপক মাসুদ রানা জুয়েল, গ্লোবাল টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি সাইফ উদ্দিন রনি, জাগরণী টিভির কুমিল্লা প্রতিনিধি ও কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি আশিকুর রহমান, বণিক বার্তার জেলা প্রতিনিধি মীর হোসেন মীরু, আজকের পত্রিকার প্রতিনিধি জহিরুল হক বাবু, দৈনিক রূপসী বাংলার স্টাফ রিপোর্টার ফারুক আজম, কুমিল্লার বার্তা সম্পাদক শামছুল আলম রাজন, দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান মুন্না, দৈনিক কুমিল্লার জমিনের সিনিয়র রিপোর্টার জাহিদ হাসান নাইম, দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার এম হাসান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে ১৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার// ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে আলহাজ্ব মোঃ শামসুল...

পবিপ্রবি’তে ব্যবস্থাপনা দিবস উদযাপিত  “এইচ আর ক্লাব” যাত্রাশুরু

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়...

আটক করে নিয়ে গুলি করে দেব কুড়িগ্রামে পুলিশের হুমকি

গত কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের একটি বিডিও ভাইরাল...

সপ্তম বর্ষে পদার্পণ করল সংবাদ টিভি

নিজস্ব প্রতিবেদক: আইপি সম্প্রচারের দীর্ঘ ছয় বছর পূর্তি ও সপ্তম...