কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা নগরীর সুজানগরে চাঁদার দাবিতে এক কাপড় দোকানিকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে আহত করেছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর ১৭ নং ওয়ার্ডে সুজানগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সুজানগর মধ্যম পাড়ার মৃত খালেক৷ মিয়ার ছেলে আকবর নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো: মহিনুল ইসলাম।
আহত সুমন সুজানগর পশ্চিম পাড়ার শফিক মিয়ার ছেলে। সে পেশায় কাপড় দোকানি করে জীবিকা নির্বাহ করতো।
জানা যায়, সুমন নামের ওই দোকানির কাছে চাঁদা চেয়ে না পেয়ে গত রাতে এলোপাতাড়ি কুপিয়ে এবং গুলি করে। ওই সময়ে এলাকাবাসী একজনকে আটক করে কোতোয়ালি থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আকবর নামের এক ব্যাক্তিকে আটক করে।
আহত সুমন বলেন, গত কয়েকদিন যাবৎ ফরহাদসহ, তার গ্যাং বাহিনী আমার কাছে দশ লক্ষ টাকা চাঁদা চেয়ে আসছে আমি দিতে অপরাগ প্রকাশ করি। গতকাল রাতে ফরহাদ সহ তার বাহিনী নিয়ে আমার বাড়ির গেট, টিনসেড ঘরের দরজা এবং বাড়ির নতুন রুমে এলোপাতাড়ি দেশীয় অস্ত্র দিয়ে কোপানো শুরু করে। পরর্বতীতে আমাকে হত্যার উদ্দেশ্য গুলি করা শুরু করে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো: মহিনুল ইসলাম বলেন, গত কাল রাতে সুজানগর থেকে একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে, আজ তাকে অস্ত্র আইনে মামলা দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।বাকি সন্ত্রাসীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের জন্য পুলিশি অভিযান চলছে।