কোম্পানিগঞ্জ উপজেলা প্রতিনিধি : ভোলাগঞ্জ মহাসড়কে দূর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের আরোহী আজমান আলী (২২) নামীয় এক যুবক নিহত হয়েছে। সে উপজেলার ৩নং তেলিখাল ইউনিয়নের দক্ষিণ বুড়দেও গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে তার সাথে থাকা অপরজন গুরুতর আহত হয়ে সিলেটে চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায় আজ শুক্র বার ৩ জানুয়ারি ৫ ঘঠিকার সময় টুকেরবাজার অটো স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এসময় ভোলাগঞ্জ মহাসড়কে সকল প্রকারের গাড়ী চলাচল ও বন্ধ থাকে। উত্তেজিত জনতা বগুড়া-ট ১১-১২৯৪ (ASHOK LEYLAND) ঘাতক বালু ভর্তি ট্রাক টি আটকে ভাংচুর করে বর্তমানে ট্রাক টি, কোম্পানীগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত ও মামলার প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন।