কোম্পানীগঞ্জে নানা সংকটে হুমায়ুন রশীদ উচ্চ বিদ্যালয় 

Date:

এম এ এইচ শাহীন (সিলেট) কোম্পানীগঞ্জ প্রতিনিধি:  সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৫নং উত্তর রণিখাই ইউনিয়নে। প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ উত্তরে ভারতের পাহাড়ের সবুজের সমারোহ আর নিরিবিলি  মনোরম পরিবেশে অবস্থিত।  হুমায়ুন রশীদ চৌধুরী  উচ্চ বিদ্যালয়,১৯৮৭ ইং সালে প্রতিষ্ঠিত হয়। নানা সমস্যার সম্মুখীন সর্বাগ্রে প্রশাসনিক দুটি পদ খালি প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক। ইতোমধ্যে পুরাতন উচ্চ মাধ্যমিক স্কুল ভবন ঝুঁকিপূর্ণ হয়ে ফাটল দেখা দিয়েছে।

নিরাপদ খাবার পানির মহা সংকটে পতিত প্রতিষ্ঠানটি প্রচুর পরিমাণ আয়রন থাকায় ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা কে পানি পান করতে হয় বলে জানা যায়। নতুন ভবন বিল্ডিং নির্মাণ কাজ শেষ হলেও এখনও ফার্নিচার,সামগ্রী চেয়ার,টেবিল,ব্রেঞ্চ ইত্যাদির সংকট থাকায়। নতুন বিল্ডিংয়ে ক্লাশ করানো যাচ্ছে না। ছাত্র ছাত্রীরা জানান,শূন্য পদে শিক্ষক না থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে। আমাদের যে কয়েকজন শিক্ষক আছেন,তাঁদেরকেই সামাল দিতে হচ্ছে।

শূন্য পদে থাকা শিক্ষক নিয়োগ হলে আমরা শিক্ষার্থীরা উপকৃত হতাম।’শিক্ষকদের ওপর অতিরিক্ত চাপ সামলাতে গিয়ে হিমশিম খেতে হতো না। বর্তমানে দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  মো. সদর উদ্দিন বলেন, ‘শিক্ষক সংকট থাকায় আমরা যাঁরা কর্মরত আছি, তাঁদেরকেই কষ্ট করে পাঠদান করাতে হচ্ছে। যেখানে ১৫ জন শিক্ষক থাকার কথা সেখানে ৮ জন।বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দ্বারা  শিক্ষা কার্যক্ষম ও পাঠদান চলছে।

নতুন ৪ তলা ভবন এখন ও উদ্বোধন করা হয়নি সেখানে চেয়ার,টেবিল,ফার্নিচার সামগ্রী না থাকার কারনে। সেখানে ছাত্র ছাত্রীদের কে পাঠদান করা যাচ্ছেনা। ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৪৫০ জন।পড়াশোনার পরিবেশ ভালো থাকায় শতকরা পাসের হার ২০১৪ ইং-৮৭℅ দশমিক ০৯-২০২৩-৯৫ দশমিক ৮৯℅শিক্ষকদের মধ্যে সৌহাদ্য সম্প্রীতি বজায়  রয়েছে। শিক্ষক- সংখ্যা পুরুষ ৬ জন খন্ডকালীন মহিলা ২ জন পুরুষ ১৫জন সবমিলিয়ে শিক্ষক ৯ জন। দপ্তরী ১ জন নৈশ্য প্রহরী ১জন অফিস সহকারী ১ জন।

এমপিওভুক্ত প্যাটান অনুযায়ী শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবমিলিয়ে ১২ জন থাকার কথা স্কুলটির অসম্পূর্ণ  বাউন্ডারি নিমার্ণ জরুরী। স্কুলের সবুজায়নে গাছ রোপন করা হয়েছে গরু ছাগলের উপদ্রব থেকে পরিত্রান পাওয়া, নিরপত্তার জন্য। সাবেক পুকুরটি ও স্কুলের ভরাট করা দরকার বলে দাবি ছাত্র ছাত্রী শিক্ষকদের। স্কুলের ফার্নিচারের সমস্যার সমাধানে সিলেট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ইঞ্জিনিয়ার,জুনায়েদ আহমদ বলেন ইতিমধ্যেই ফার্নিচার সামগ্রীর জন্য টেন্ডার পাশ হয়েছে ঠিকাদার ২/৩ মাসের ভিতরে নিয়োগ হলেই এই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন তিনি।

কোম্পানীগঞ্জ উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার, বদিউজ্জামান আহমদ, এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন হুমায়ুন রশীদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শূন্য পদে থাকা প্রধান শিক্ষক নিয়োগের জন্য আমরা আবেদন করেছি। হাইস্কুল কমিটি পরিচালনা গভর্নিং বডি না থাকায় পদাধিকার বলে সভাপতি কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার।

এবিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী  অফিসার আবিদা সুলতানা ‘রূপালীদেশ’ কে বলেন বিষয়টি আমি জেনেছি অবশ্যই উর্ধতন কর্তৃপক্ষ কে অবগত করে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী অভিযানে তথ্য সংগ্রহ করতে গিয়ে আসামী হয়ে হাজতে আছেন সাংবাদিক আনোয়ার হোসেন আরিফ

আব্দাহিয়ুর রহমান আপেল: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদক বিরোধী অভিযানের তথ্য...

শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় মতবিনিময়

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যুগোপযোগি আলেমে দ্বীন...

সদর দক্ষিণে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি : আজ ১২ জানুয়ারি ২০২৫ তারিখ বিকেলে...

কুমিল্লায় ডিএনসি কর্তৃক ০৩ কেজি গাঁজাসহ আটক ৪  

কুমিল্লা প্রতিনিধি : ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান...