ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখার সিরাত সেমিনার ও পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন

Date:

নিজস্ব প্রতিবেদক:- রাসুলুল্লাহ (সাঃ)-এর আদর্শ ব্যতীত জাতির সামগ্রিক উন্নতি বাস্তবায়ন অসম্ভব- মঞ্জুরুল ইসলাম। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, “একটি জাতির প্রকৃত উন্নতি নির্ভর করে তার নৈতিকতা, মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ এবং নেতৃত্বের গুণাবলির উপর। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতির জন্য যে আদর্শ রেখে গেছেন, তা পৃথিবীর সর্বোত্তম নৈতিক শিক্ষা ও জীবনের দিকনির্দেশনা হিসেবে পরিগণিত। তাঁর শিক্ষা ও আদর্শ শুধু একটি নির্দিষ্ট যুগ বা জাতির জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য একটি পরিপূর্ণ দৃষ্টান্ত। তাঁর পথনির্দেশনা ছাড়া জাতির সার্বিক উন্নতি ও মানবিক মূল্যবোধের প্রসার অসম্ভব।

আজ ৯ নভেম্বর (শনিবার) বিকালে রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখা কর্তৃক আয়োজিত ‘সিরাত সেমিনার ও সিরাত পাঠ প্রতিযোগিতা পুরস্কার প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “রাসুলুল্লাহ (সাঃ) তাঁর জীবন ও কর্মের মাধ্যমে মানুষের মধ্যে এমন সব গুণাবলি গড়ে তুলেছেন যা আজকের সমাজে শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় প্রয়োজনীয়। তিনি মানবিক মূল্যবোধ, আত্মসম্মানবোধ এবং দায়িত্বশীলতার মাধ্যমে সমাজে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর নীতি ও আদর্শ ছাড়া যে উন্নয়ন সম্ভব, তা কেবল বাহ্যিকভাবে উন্নত হতে পারে; তবে তা কখনোই স্থায়ী ও স্বচ্ছ হবে না। কারণ, যে সমাজের ভিত্তি নৈতিকতাহীন, সেখানে শান্তি ও সমৃদ্ধির বিকাশ স্থায়ী হতে পারে না।”

তিনি আরও বলেন, “আধুনিক সমাজে নৈতিক অবক্ষয়, অসৎ ব্যবসায়িক আচরণ, সামাজিক দায়িত্বে অবহেলা এবং নেতৃত্বের সংকট জাতির জন্য গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রাসুলুল্লাহ (সাঃ)-এর শিক্ষা অনুযায়ী সত্য, সততা, ন্যায়বিচার ও নৈতিকতার মূলনীতিগুলি যদি জাতির জীবনে প্রতিষ্ঠিত না হয়, তবে কোনো উন্নয়নই মানুষের প্রকৃত কল্যাণ ও জাতির স্থায়ী উন্নয়নের জন্য যথেষ্ট নয়।”

তিনি বলেন, রাসুলুল্লাহ (সাঃ) শিক্ষা দিয়েছেন যে, ব্যক্তিগত ও সামাজিক জীবনে সৎ ও সত্যবাদী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায়িক সততা, পরিবারে দায়িত্বশীলতা এবং সামাজিক সহমর্মিতা তাঁর জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হয়েছিল। আজকের সমাজে এই মূল্যবোধগুলি পুনঃপ্রতিষ্ঠা ছাড়া জাতির সার্বিক উন্নতি সম্ভব নয়। প্রকৃত অর্থে উন্নত জাতি গঠনে নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকল্প নেই, যা রাসুলুল্লাহ (সাঃ)-এর আদর্শে পরিপূর্ণভাবে বিদ্যমান।

তাই, যদি আমরা জাতির সামগ্রিক উন্নতি এবং মানবিক মূল্যবোধের সত্যিকারের বিকাশ চাই, তবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আদর্শ অনুসরণ করা ছাড়া অন্য কোনো পথ নেই। তাঁর পথনির্দেশনা শুধু আধ্যাত্মিক উন্নতির জন্য নয়, বরং ব্যক্তিগত, সামাজিক, এবং রাষ্ট্রীয় উন্নয়নের জন্যও অপরিহার্য।

ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি আসিফ আব্দুল্লার সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. আব্দুর মান্নান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

জুড়ীতে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও নাশিদ মাহফিলে মানুষের ঢল

ইসমাইল মাহমুদ:মৌলভীবাজারের জুড়ীতে তানজানিয়া, মিশর, আফ্রিকাসহ বিভিন্ন দেশের ক্বারীদের...

সাতক্ষীরায় দেড় কোটি টাকার ভারতীয় মালামাল আটক

নিজস্ব প্রতিবেদক:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে...

সাংবাদিক কামরুজ্জামান শিমুলকে হত্যার হুমকির প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি: দৈনিক সংবাদ সারাবেলার বাগেরহাট প্রতিনিধি মোঃ কামরুজ্জামান শিমুলকে...

এদেশে কি আর আওয়ামী লীগ, নৌকা বলে কোন কিছু আছে? এরা দেশ ছেড়ে পালিয়েছে: নাসের রহমান

ইসমাইল মাহমুদ:বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক...