কুমিল্লা জেলা প্রতিনিধি:- কুমিল্লায় গোপন সংবাদের ভিক্তিতে কুমিল্লা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ০৩ কেজি গাঁজা”সহ দুই মাদক ব্যবসায়ী”কে গ্রেফতার করেছেন।
ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান”র সার্বিক তত্ত্বাবধানে ও উপপরিদর্শক তমাল মজুমদারের নেতৃত্বে ১৫ই জানুয়ারি ২০২৫ ইং তারিখ, সন্ধ্যা ৬ টার সময় এই অভিযান পরিচালনা করেন। কুমিল্লা জেলার অন্তর্গত দাউদকান্দি মডেল থানাধীন দাউদকান্দি গোমতী ব্রীজ টোলপ্লাজা কাউন্টারের পশ্চিম পাশের মহাসড়কের দক্ষিণ পাশে (CDM Travels – সিডিএম ট্রাভেল) বাস তল্লাশী করে ০৩ কেজি গাঁজাসহ মোঃ হাবিবুর রহমান(৩০) ও মোঃ মুন্না(২৩) নামীয় আসামিদের আটক করা হয়।
আটককৃত আসামি হাবিবুর রহমান দাউদকান্দি পৌরসভার বলদাখাল গ্রামের মৃত. হুমায়ুন কবিরের পুত্র ও অপর আসামি মো: মুন্না নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন তারাবো গ্রামের মতিউর রহমানের ছেলে।
আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক তমাল মজুমদার বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।